WBBSE MADHYAMIK RESULT 2019
মাধ্যমিক রেজাল্ট ২০১৯ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Wish You Best of Luck Students For Your Bright Future






মাধ্যমিক রেজাল্ট -2019 এবার পাশের হার

কে প্রথম, কারা দ্বিতীয়? প্রথম দশে কারা? দেখুন সবার নাম ও নম্বর

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল। সাফল্যের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। কলকাতা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।

মোট পরীক্ষার্থী– ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন।

পাশের হার ৮৬.০৭%

প্রথম- সৌগত দাস (পূর্ব মেদিনীপুর) মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ প্রাপ্ত নম্বর – ৬৯৪

দ্বিতীয়- শ্রেয়শী পাল (আলিপুরদুয়ার) প্রাপ্ত নম্বর- দেবস্মিতা সাহা – প্রাপ্ত নম্বর- ৬৯১

তৃতীয়- ক্যামেলিয়া রায় , ব্রতীন মণ্ডল (নদীয়া)৬৮৯ প্রাপ্ত নম্বর

চতুর্থ- অরিত্র সাহা (আলিপুরদুয়ার বড়বিষা হাইস্কুল)- ৬৮৭ প্রাপ্ত নম্বর

পঞ্চম- সুকল্প দে- (হুগলি কলেজিয়েট স্কুল ), রুমনা সুলতানা (৬৮৬) কান্দি গার্লস হাইস্কুল – ৬৮৬ প্রাপ্ত নম্বর

ষষ্ঠ- সোহম দে – গোঘাট হাইস্কুল , সাবর্ণী চ্যাটার্জী (রামপুরহাট), সাহিত্যিকা ঘোষ (বর্ধমান বিদ্যার্থী), সুপর্ণা সাহু (রাজজনারায়ণ বালিকা বিদ্যালয়), অঙ্কন চক্রবর্তী (হাওড়া)- ৬৮৫ প্রাপ্ত নম্বর

সপ্তম- গায়ত্রী মোদক- (কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুল), অনীক চক্রবর্তী (ঘাটাল), সপ্তর্শী দত্ত (নদীয়া)- ৬৮৪- প্রাপ্ত নম্বর

অষ্টম- সাহানওয়াজ আলম (কোচবিহার), , সায়ন্তন বসাক (গঙ্গারামপুর), অর্কপ্রভ সাহানা (বাঁকুড়া), কৌশিক সাঁতরা (বাঁকুড়া), সুদীপ্তা ধবল (বাঁকুড়া), সায়ন্তন দত্ত (বাঁকুড়া জেলা স্কুল), পৃথ্বীশ কর্মকার (বাঁকুড়া), দেবলীনা দাস (আরামবাগ গার্লস হাইস্কুল), অয়ন্তিকা মাঝি (বর্ধমান বিদ্যার্থী…), পুস্কর ঘোষ (বর্ধমান, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন), সেমন্তী চক্রবর্তী (আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা) সবার প্রাপ্ত নম্বর- ৬৮৩

নবম- জয়েশ রায় (আলিপুরদুয়ার) সৌগত পাণ্ডা, শুভদ্বীপ কুণ্ডু (বাঁকুড়া)-, সৌকর্য বিশ্বাস (বীরভূম), প্রত্যুষ করণ (কাঁথি), অরুণীমা ত্রিপাঠী (পূর্ব মেদিনীপুর) অভিনন্দন জানা ()ঐকিক মাঝি- সবার প্রাপ্ত নম্বর – ৬৮২

দশম- সঞ্চারী চক্রবর্তী (রায়গঞ্জ), সায়ন্তিকা দাস , সৌধ হাজরা , সাখী কুণ্ডু, রিমা চৌধুরী, সৌমদীপ দত্ত, অরিত্র মহড়া, সৌমদীপ ঘোষ, সায়ন্তিকা রায়, শুভদ্বীপ মাঝি (ঝাড়গ্রাম), সহেলি রায়, দেবমাল্য সাহা (রহড়া রামকৃষ্ণ মিশন), প্রত্যাশা মজুমদার, অঙ্কিতা কুণ্ডু (হাবড়া), সোহম দাস (যাদবপুর বিদ্যাপীঠ)- সবার নম্বর ৬৮১.




© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে