Q. Different types of discontinuities ? ভূ অভ্যন্তরের স্তর বিভাগ বর্ণনা করো?
উত্তরঃ বিভিন্ন উপাদানের তারতম্য অনুসারে ভূ-অভ্যন্তরে যে সমস্ত স্তর ভাগ আছে সেই স্তর গুলি একে অপরের সঙ্গে এক সূক্ষ্ম সময় সীমারেখায় মিলিত হয়েছে যাকে দুটির মধ্যে সহজে পার্থক্য করা যায়। যে সীমারেখা দ্বারা বিভিন্ন স্তর গুলি কে পৃথক করা যায় সেই সীমারেখাকে বিযুক্তি রেখা বলে। ভূ-অভ্যন্তরের এরূপ পাঁচটি বিযুক্তি রেখা দেখা যায় তার মধ্যে তিনটি (প্রাধান্য) গুরুত্ব বেশি। বিজ্ঞানীদের নাম অনুসারে এই বিযুক্তি রেখা নামকরণ করা হয়েছে। যেমন-
1. গুটেনবার্গ বিযুক্তি – কেন্দ্রমন্ডল এবং গুরুমন্ডল এর সংযোগস্থলে।
2. মোহোরোভিসিক বা মোহ বিযুক্তি – গুরুমন্ডল এবং অশ্ব মন্ডলের সংযোগস্থলে।
3 . কনরাড বিযুক্তি – সিয়াল ও সিমা স্তরের সংযোগস্থলে।
4. লেম্যান বিযুক্তি – অন্তঃ কেন্দ্রমন্ডল ও বহিঃ কেন্দ্রমন্ডলের সংযোগস্থল।
5 . রেপিটাইট বিযুক্তি – অন্ত গুরুমন্ডল ও বহি গুরুমন্ডল এর সংযোগস্থল।
সৌজন্যে – দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website – www.bhugolshiksha.com