প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে এবার সিভিক শিক্ষক নিয়ােগের ভাবনা রাজ্যের
স্নাতক হলেই প্রাথমিক স্কুলে ইন্টানশিপের সুযােগ৷ প্রাথমিক বিভাগে পড়ালে মিলবে মাসে ২০০০ টাকা , মাধ্যমিক বিভাগে ২৫০০ টাকা । প্রতি দু ‘ বছর অন্তর বিষয়টির পুনর্মূল্যায়ন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইন্টার্নশিপ করার সুযােগ পাবে বলেও জানান তিনি ।
নবান্নের সভাঘর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন , “ আজ খুব ভাল বৈঠক হয়েছে । সবার সঙ্গে কথা বলতে পেরেছি, একাধিক সমস্যার নিয়ে আলােচনা হয় । ” বলেন , “ আমরা একটা পরিকল্পনা নিচ্ছি , যদি কলেজ পড়ুয়ারা প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপ করার সুযােগ পায় , তাহলে তাঁদের সুবিধাই হবে । ”
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন , নির্দিষ্ট সময় অন্তর শিক্ষানবিশ গুণমান পর্যালােচনা করা হবে । দেওয়া হবে শংসাপত্র । পরে যােগ্য শিক্ষক – শিক্ষিকাদের নিয়ােগ করা হবে স্কুলে । এর ফলে হবে অনেক কর্মসংস্থানের সুযোগ, কমবে বেকারত্বের হার।
সৌজন্যে – ভূগোল শিক্ষা
BhugolShiksha.com