1 . পৃথিবীর মেরু অঞ্চলে বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তরঃ আয়নোস্ফিয়ার।
2 . থার্মোস্ফিয়ার কি?
উঃ আয়নোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে, তাই একে থার্মোস্ফিয়ার বলে।
3 . পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ পুনরায় ভূ-পৃষ্ঠে ফিরে আসে?
উত্তরঃ আয়নোস্ফিয়ার।
4 . এক্সোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৪০০-৫০০ কিমি থেকে ১০০০ কিমি।
5 . Magnetosphere কি?
উত্তরঃ এক্সোস্ফিয়ারের উর্দ্ধে ২০০০-৪০০০ কিমি উচ্চতায় যে স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে, তাকে Magnetosphere বলে।
6 . কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরন বলয় দেখা যায়?
উত্তরঃ Magnetosphere
7 . আয়নোস্ফিয়ারের প্রধান উপাদান কি?
উত্তরঃ আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন।
8 . মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি?
উত্তরঃ ওজোন গ্যাস।
9 . ওজোন শব্দটির অর্থ কি?
উত্তরঃ গ্রীক শব্দ Ozo থেকে ওজোন শব্দটি এসেছে, যার অর্থ হল গন্ধ।
10 . পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরকে ‘জীবকূলের রক্ষাকর্তা’ বলে?
উত্তরঃ ওজোন স্তর।

11 . প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ ১৬ ই সেপ্টেম্বর।
12 . ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্রীঃ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯২ সালের ৩-১৪ ই জুন।
ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে।
13 . পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রীনহাউস গ্যাস সর্বাধিক দায়ী?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
14 . ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
15 . কত খ্রীঃ, কে সর্বাপ্রথম বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় ‘গ্রীনহাউস’ শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ ১৯০১ সালে, সুইডিশ আবহবিদ নীলস গুস্তাফ একহোম।
16 . ওজোন গ্যাসের রঙ কি প্রকৃতির?
উত্তরঃ নীল।
17 . কত খ্রীস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়?
উত্তরঃ ১৯৮৫ সালে।
18 . ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমন্ডলে আবিষ্কৃত হয়?
উত্তরঃ আন্টার্কটিকা।
19 . কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে?
উত্তরঃ ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)।
20 . ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়?
উত্তরঃ ডবসন একক (DU)।
21 . প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
উত্তরঃ ওজোন স্তরকে।
22 . কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
উত্তরঃ ১৯২০ সালে, ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে।
23 . কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়েছে?
উত্তরঃ ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন।
24 . ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ ডঃ ফারমেন।
25 . নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উত্তরঃ ২৫০ DU
26 . নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উত্তরঃ ৩৫০ DU
27 . মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত?
উত্তরঃ ৪৫০ DU
28 . ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।
29 . Ozone Hole (ওজোন গর্ত) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ ডঃ ফারমেন।
30 . প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে?
উত্তরঃ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন, ধন্যবাদ।


সৌজন্যে – দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now