বিষয় – জলবায়ুবিদ্যা (Climatology) থেকে 30 টি ছোট প্রশ্নউত্তর 

1 . সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায়?

উত্তরঃ প্রায় ২০০ কোটি ভাগের মাত্র ১ ভাগ।
2 . পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয়ের সংখ্যা কত?
উত্তরঃ ৭ টি।
3. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ বলয় গুলির মধ্যে কয়টি উচ্চচাপ বলয় ও কয়টি নিম্নচাপ বলয়?
উত্তরঃ ৪ টি উচ্চচাপ বলয় ও ৩ টি নিম্নচাপ বলয়।
4 . পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চচাপ বলয় গুলি কিকি?
উত্তরঃ কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় ও দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয়।
5 . পৃথিবীর বায়ুমন্ডলের নিম্নচাপ বলয় গুলি কিকি?
উত্তরঃ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
6 . I.T.C.Z. শব্দটির অর্থ কি?
উঃ Inter Tropical Convergence Zone
7 . নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ নিরক্ষরেখা থেকে উভয়দিকে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশের মধ্যে।
8 . কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ কর্কটীয় উচ্চচাপ বলয় -কর্কটক্রান্তি রেখার উত্তরে, ২৫ থেকে ৩৫ ডিগ্রি উঃ অক্ষাংশের মধ্যে। মকরীয় উচ্চচাপ বলয় – মকরক্রান্তি রেখার দক্ষিনে, ২৫ থেকে ৩৫ ডিগ্রি দঃ অক্ষাংশের মধ্যে।
9 . উঃ ও দঃ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি দক্ষিন অক্ষাংশের মধ্যে।
10 . উঃ ও দঃ মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় -৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি উঃ অক্ষাংশের মধ্যে। দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয় -৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি দঃ অক্ষাংশের মধ্যে।

11 . বায়ুপুঞ্জের গড় পরিধি কত?

উত্তরঃ ১৬০০ কিমি।
12 . ক্রান্তীয় ও মেরু বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ৪ প্রকার। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ(CT), ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ(MT), মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ(CP), সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ(MP)।
13 . তাপগতির পরিবর্তন অনুসারে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ২ প্রকার। শীতল বায়ুপুঞ্জ বা K বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জ বা W বায়ুপুঞ্জ।
14 . শীতল বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ৪ প্রকার। শীতল সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ (MPK), শীতল মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ (CPK), শীতল ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ (MTK), ও শীতল ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ (CTK) ।
15 . বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ৪ প্রকার। নিরক্ষীয় বায়ুপুঞ্জ (E), ক্রান্তীয় বায়ুপুঞ্জ (T), মেরু বায়ুপুঞ্জ (P), মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ (A) ।
16 . স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ২ প্রকার। মহাদেশীয় বায়ুপুঞ্জ (C), সামুদ্রিক বায়ুপুঞ্জ (M) ।
17 . বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কিকি?
উত্তরঃ বাতাসস্থিত উষ্ণতা ও আর্দ্রতা, বিভিন্ন প্রকার মেঘের অবস্থান ও অধঃক্ষেপন, স্থায়ী বা অস্থায়ী প্রতীপ ঘূর্ণবাত, বায়ুপুঞ্জ সীমান্ত।
18 . বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের ওপর দিয়ে যাওয়ার সময় কোন প্রকার মেঘের সৃষ্টি হয়?
উত্তরঃ কিউমূলোনিম্বাস।
19 . Frontogenesis শব্দটির অর্থ কি?
উত্তরঃ Frontogenesis একটি লাতিন শব্দ যার অর্থ হল – ‘Creation Of Altogether New Front’ বা বায়ুপ্রাচীর সংগঠন প্রক্রিয়া।
20 . Frontogenesis শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Tor Bergeron .

21 . বায়ুপ্রাচীর কয়প্রকার ও কিকি?
উত্তরঃ ৪ প্রকার। উষ্ণ বায়ুপ্রাচীর, শীতল বায়ুপ্রাচীর, অন্তর্ধৃত বায়ুপ্রাচীর, স্থির বায়ুপ্রাচীর।
22. Frontolysis শব্দটির অর্থ কি?
উত্তরঃ Frontolysis একটি লাতিন শব্দ, যার অর্থ হল – ‘Dissipation Or Weakening Of An Air Front’ বা বায়ুপ্রাচীরের বিলোপ প্রক্রিয়া।
23 . Frontogenesis ও Frontolysis এর অন্তর্বতী সময়ের ব্যবধান কত?
উত্তরঃ ৭-১০ দিন।
24 . বায়ুপ্রবাহ কয় প্রকার ও কিকি?
উত্তরঃ ২ প্রকার। উলম্ব বায়ুপ্রবাহ ও অনুভূমিক বায়ুপ্রবাহ।
25 . I.T.C.Z. এর বৃহত্তম অংশ কোনটি?
উত্তরঃ প্রশান্ত ও ভারত মহাসাগরীয় সংযোগস্থলের I.T.C.Z.
26 . নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারন কি?
উত্তরঃ পৃথিবীর আবর্তন গতি।
27 . নিরক্ষীয় শান্তবলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ নিরক্ষরেখা থেকে উভয় দিকে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
28 . অশ্ব অক্ষাংশের অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ ৩০-৩৮ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
29 . গর্জনশীল চল্লিশার অক্ষাংশগত অবস্থান কত?
উত্তরঃ ৪০-৫০ ডিগ্রি দঃ অক্ষাংশ।
30 . আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর অক্ষাংশগত প্রবাহ অঞ্চল কত?
উত্তরঃ আয়ন বায়ু – উভয় গোলার্ধে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ। পশ্চিমা বায়ু – উভয় গোলার্ধে, ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৬০-৬৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।


আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে নিচে দেওয়া লিংক থেকে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ ।

সৌজন্যে: ভূগোল শিক্ষা Bhugol Shiksha

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now