ভারতের ভূগোলের 30 টি করে প্রশ্ন ও উত্তর

1 . কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তরঃ গুজরাট ।
2 . ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ?
উত্তরঃ ইন্দিরাপয়েন্ট যা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত।
3 . ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃ গুজরাটের কচ্ছ ।
4 . এস . পি . চ্যাটার্জি 1965 সালে ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে কয়টি প্রধান অঞ্চলে বিভক্ত করেন ?
উত্তরঃ 7 টি ।
5 . ঝিলাম নদী কোন অংশে নৌপরিবহন যােগ্য ?
উত্তরঃ খানাবল ও সােপাের এর মধ্যবর্তী অংশে ।
6 . বৃহৎ হিমালয়ে 6000 মিটারের উচ্চশৃঙ্গের সংখ্যা কত ?
উত্তরঃ 13 টি ।
7 . ‘ No man ‘ s land ‘ নামে ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল পরিচিত ছিল ?
উত্তরঃ ছােটনাগপুর মালভূমি অঞ্চল ।
8 . সুন্দরবনের উত্তর সীমানা – রেখার নাম কি ?
উত্তরঃ ড্যাম্পিয়ার হজেস লাইন ।
9 . ভারতের দীর্ঘতম হিমবাহ কি ?
উত্তরঃ সিয়াচেন ।
10 . ভারতের প্রথম ‘ Magneto Hydro Dynamics Power Plant ‘ স্থাপিত হয় ?
উত্তরঃ তিরুচিরাপল্লী তে।

11 . ভারতের কোথায় সর্বাধিক রাবার চাষ হয় ? উত্তরঃ কেরালাতে।
12 . কুমায়ুন থেকে পাকিস্তানের চিত্রল পর্যন্ত অংশে কোন উদ্ভিদ ভৌগােলিক অঞ্চল বিস্তৃত ?
উত্তরঃ পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগােলিক অঞ্চল ।
13 . পূর্বঘাট পর্বতমালার প্রধান বৃক্ষ কি ?
উত্তরঃ চন্দন ।
14 . ভারতের কোন অংশ Oldest Landmass ‘ নামে পরিচিত ?
উত্তরঃ দক্ষিণ ভারত ।
15 . ভারতের গ্রেট প্লেন রিজিয়ন কয়টি মেসাে লেভেল রিজিয়ন এ বিভক্ত ?
উত্তরঃ 6 টি ।
16 . রাজস্থান সমভূমির প্রধান দুটি বিভাগ কিকি ? উত্তরঃ মরুস্থলী ও রাজস্থান বাগার ।
17 . হিমালয় পার্বত্যাঞ্চল প্রধান কয়টি অংশে গঠিত ?
উত্তরঃ 5 টি ।
18 . মালনাদ ( মধ্য সৈহাদ্রি ) কোন মালভূমির অন্তর্গত?
উত্তরঃ কর্ণাটক মালভূমির ।
19 . রিমল্যান্ড কোন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত ?
উত্তরঃ ছত্তিশগড় অঞ্চল ।
20 . নর্মদা সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ রাজ্যে ।
21 . মাচকুঁদ পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার ।
22 . পারম্বিকুলাম পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উত্তরঃ তামিলনাড়ু ও কেরালার ।
23 . THDC এর সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Tehri Hydro – Dam Corporation .
24 . Tehri Hydro – Dam Corporation কবে গঠিত হয়?
উত্তরঃ 1989 সালে ।
25 . উদ্ভিদকুলের গঠনের ভিত্তিতে ভারতকে কি নামে অভিহিত করা হয় ?
উত্তরঃ ‘ মিনি – পৃথিবী ।
26 . জে . ডি . হুকার ( 1907 ) ভারতকে কয়টি উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেন ?
উত্তরঃ নয়টি ।
27 . National Shipping Board কবে গঠিত হয় ?
উত্তরঃ 1958 সালে ।
28 . ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি?
উত্তরঃ কোচিন ।
29 . ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?
উত্তরঃ পাের্টব্লেয়ার ।
30 . ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?
উত্তরঃ 200 এর অধিক ।


     ” ভারতের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।

সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now