ভারতের ভূগোলের 30 টি ছোট প্রশ্ন ও উত্তর



1 . ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?



উত্তরঃ ইন্দিরা গাঁধী খাল প্রকল্প ।



2 . গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ?


উত্তরঃ বিহার ও উত্তর প্রদেশ ।

3 . চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ?
উত্তরঃ 5 টি ।
4 . কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ হাজারীবাগ জেলায় ।
5 . দামােদর পরিকল্পনা কোন বৈদেশিক নদী পরিকল্পনার আদলে নির্মিত ?
উত্তরঃ টেনেসি পরিকল্পনা ।
6 . স্টেপ , পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?
উত্তরঃ কোনটিই নয় ।
7 . স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?
উত্তরঃ 1952 সালে ।
8 . The Forest Survey of India কবে স্থাপিত হয় ?
উত্তরঃ 1981 সালে ।
9 . কোন বছর ভারতীয় রেলের সর্বাধিক সংখ্যক রেল জোন গঠিত হয় ?
উত্তরঃ 2003 সালে , 5 টি ।
10 . দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে কত শতাংশ বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উত্তরঃ 79 শতাংশ ।
11 . জলসেচ কমিশন অনুযায়ী ভারতে কয় প্রকার খরা অঞ্চল দেখা যায় ?
উত্তরঃ দুই প্রকার ; ক্ষরা প্রবণ অঞ্চল ও দীর্ঘকালীন ক্ষরা প্রভাবিত অঞ্চল ।
12 . ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক চারিত্রিক বৈশিষ্ট সর্বপ্রথম কে উল্লেখ করেন ?
উত্তরঃ Hooker ও Thomson ( 1855 ) ।
13 . পাতার প্রকারের ভিত্তিতে ভারতীয় অরণ্যকে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ দুটি ।
14 . অবিভক্ত ভারতে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল প্রথম কে চিহ্নিত করেন ?
উত্তরঃ প্রেইন ( Prain , 1874 )।
15 . ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?
উত্তরঃ 5000 প্রজাতির ।
16 . ভারতীয় বনভূমির কত শতাংশ উদ্ভিদ প্রজাতি বহির্গত ?
উত্তরঃ প্রায় 40 শতাংশ।
17 . ভারতে ক্ষেত্র বিশেষে বর্ষাকালের স্থায়ীত্ব কাল কত ?
উত্তরঃ 1 – 5 মাস ।
18 . ‘ মৌসুমী ‘ শব্দের উৎপত্তি কোন মালয়ান শব্দ থেকে ?
উত্তরঃ মনসিন ( monsin ) ।
19 . মৌসুমী বায়ুর উৎপত্তিতে ‘ Aerological Concept এর প্রবক্তা কে ?
উত্তরঃ জার্মান আবহাওয়াবিদ R . Scherhag ( 1948 ) ।
20 . Monex কর্মসূচিতে ( 1973 ) ভারতের সঙ্গে যৌথ ভাবে কোন দেশ কাজ করে ?
উত্তরঃ রাশিয়া ।
21 . The Monsoons of the World ‘ নামক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 1958 সালে ।
22 . EI – Nino কোন সামুদ্রিক স্রোতের অবলুপ্তি ঘটায়?
উত্তরঃ শীতল পেরু বা হামবােল্ড স্রোতের ।
23 . Southern Oscillation কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্যার গিলবার্ট ওয়ালকার ( 1924 )।
24 . Indian Meteorological Service এর প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ স্যার গিলবার্ট ওয়ালকার ।
25 . ICFRE এর সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Indian Council of Forestry Research and Education .
26 . Center of Social Forestry and Eco – rehabilation কোথায় অবস্থিত ?
উত্তরঃ এলাহাবাদে ।
27 . বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?
উত্তরঃ 13 টি ।
28 . ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উত্তরঃ পারাদ্বীপ ।
29 . কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?
উত্তরঃ মহারাষ্ট্রে ( 48র্টি ) ।
30 . উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?
উত্তরঃ  জওহরলাল নেহেরু বন্দর ।

  ” ভারতের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।






আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে নিচে দেওয়া লিংক থেকে  অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।

সৌজন্যে: ভূগোল শিক্ষা – Bhugol Shiksha


Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now