1 . পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উত্তরঃ প্রায় 175 – 180 সেমিঃ ।
2 . কোন সময়কে পশ্চিমবঙ্গের বর্ষার বিদায়ীকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল বলে ?
উত্তরঃ শরৎকাল কে ।
3 . পশ্চিমবঙ্গে শীতকালীন গড় তাপমাত্রা কীরূপ ?
উত্তরঃ 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস ।
4 . পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উত্তরঃ জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে ( 500 সেমিঃ ) ।
5 . পশ্চিমবঙ্গের কোন অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয়?
উত্তরঃ বীরভূম জেলার ময়ূরেস্বরে ( 95 সেমিঃ ) ।
6 . পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের বন্টন প্রকৃতি কীরূপ ?
উত্তরঃ দক্ষিণ থেকে উত্তরে ক্রমবর্ধমান ।
7 . পশ্চিমবঙ্গের কোন অংশে শীতকালে তুষারপাত ঘটে ?
উত্তরঃ দার্জিলিংয়ে ।
8 . পশ্চিমী ঝঞ্জা কোন সময় পরিলক্ষিত হয় ?
উত্তরঃ শীতকালে ।
9 . কোন সময় পশ্চিমবঙ্গে ‘ আশ্বিনের ঝড় ‘ হয় ?
উত্তরঃ শরৎকালে ।
10 . পশ্চিমবঙ্গের কোন অংশে পার্বত্যাঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট পরিলক্ষিত হয় ?
উত্তরঃ দার্জিলিং , জলপাইগুড়ি ও কালিম্পং জেলার পার্বত্যাঞ্চলে ।
11 . পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন উষ্ণতা থাকে ?
উত্তরঃ দার্জিলিংয়ে ( 2 ডিগ্রি থেকে হিমাঙ্কের নীচে ) ।
12. পশ্চিমবঙ্গের জলবায়ুতে অপ্রধান ঋতুগুলি কিকি ?
উত্তরঃ হেমন্ত ও বসন্ত কাল ।
13 . মদুমালাই অভয়ারণ্য কি জন্য বিখ্যাত ?
উত্তরঃ বাঘ ।
14 . কচ্ছ রণ বিখ্যাত কেন ?
উত্তরঃ বন্য গাধার জন্য ।
15 . সম্ভর হ্রদ গুরুত্বপূর্ণ কেন ?
উত্তরঃ লবণ উত্তোলনের জন্য ।
16 . ভারতের কোন ব্যক্তি মালিকানাধীন কোম্পানি প্রথম কেন্দ্রীয় শিল্প নিরপত্তা কোর্সের সংরক্ষণ লাভ করে ?
উত্তরঃ টাটা মােটরস ।
17 . দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম কি ?
উত্তরঃ ঘুম পর্বত শ্রেণী ।
18 . ঘুম বিখ্যাত কেনাে ?
উত্তরঃ ভারতের উচ্চতম ( 2 , 258 মিঃ ) রেল স্টেশন এর জন্য।
19 . দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ টাইগারহিল ( 2 , 567 মিঃ ) ।
20 . তিস্তা নদীর কোন দিকে কালিম্পং জেলা অবস্থিত ?
উত্তরঃ পূর্ব দিকে ।
21 . কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ ঋষিলা ( 3 , 121 মিঃ ) ।
22 . জলপাইগুড়ি তিস্তার কোন দিকে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমদিকে ।
23 . উত্তরের পার্বত্যাঞ্চলের পশ্চিম বিভাগের প্রধান পর্বতের নাম কি ?
উত্তরঃ সিধুলা ( 1 , 800 মিঃ ) ।
24 . বক্সা গিরিপথ উত্তরের পার্বত্যাঞ্চলের কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম অংশে , জলপাইগুড়ি বিভাগে ।
25 . সিঞ্চুলা পর্বতের পর্বত শৃঙ্গ দুটির নাম কি ?
উত্তরঃ রেনিগাঙ্গো ( 1 , 800 মিঃ ) ও ছােট সিঞ্চুলা ( 1 , 726 মিঃ )।
27 . পশ্চিমবঙ্গের মাটিকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ পাঁচ ভাগে ।
28 . পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলে কোন মাটি বিকশিত হয়েছে ?
উত্তরঃ পডজল মাটি ।
29 . পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটি কয়টি স্তরে গঠিত ?
উত্তরঃ তিনটি স্তরে ।
30 . পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটির প্রকৃতি কীরূপ ?
উত্তরঃ আর্দ্র ও অম্ল প্রকৃতির ।

       ” পশ্চিমবঙ্গের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন ।

সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now