বিষয় – জলবায়ুবিদ্যা (Climatology) থেকে 30 টি ছোট প্রশ্নউত্তর
1 . ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ ফন বা ফ্যার্ন।
2 . উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ চিনুক।
3 . ‘চিনুক’ শব্দটির অাক্ষরিক অর্থ কি?
উত্তরঃ তুষার-খাদক বা Snow-Eater
4 . পর্বতের চূড়া থেকে নিম্নাভিমুখী শীতল ও ভারী বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ ক্যাটিয়াবেটিক বায়ু।
5 . যুগোশ্লাভিয়াতে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ বোরী।
6 . ফ্রান্সে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ মিস্ট্রাল।
7 . আলাস্কায় স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ টাকু।
8 . গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ লু।
9 . ইতালির সিসিলি দ্বীপের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
10 . আফ্রিকার গিনি উপকূলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ হারমাট্টান।
11 . আঁধি কি?
উত্তরঃ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে সন্ধ্যাবেলা যে উষ্ণ ও শুষ্ক ধূলিঝড় প্রবাহিত হয়, তাকে আঁধি বলে।
12 . Pineapple Express কি?
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ ও উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অতিরিক্ত আর্দ্রতা যুক্ত যে বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে Pineapple Express বলে।
13 . উত্তর পূর্ব ইতালিতে প্রবাহিত শীতল শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ বোরা।
উত্তরঃ দক্ষিন ক্যালিফোর্নিয়াতে চিনুক বায়ুপ্রবাহ সান্টা আনা নামে পরিচিত।
15 . পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ পাম্পেরো।
16 . খামসিন কি?
উত্তরঃ সাহারা মরুভূমি থেকে মিশরের ওপর প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
17 . সিমুম কি?
উত্তরঃ সাহারা মরুভূমি ও মধ্যপ্রাচ্যে প্রবাহিত তীব্র শুষ্ক ও উষ্ণ স্থানীয় বায়ুকে সিমুম বলে।
18 . দঃ আমেরিকার আন্দিজ পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ জোন্ডা।
19 . শীতকালে সার্বিয়াতে প্রবাহিত অতি শীতল স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ কোসাভা।
20 . গ্রিগাল কি?
উত্তরঃ গ্রীস, মাল্টা সহ পশ্চিম ভূ-মধ্য সাগরীয় অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে গ্রিগাল বলে।
উত্তরঃ জাপানের সংকীর্ণ উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ইয়ামো (Yamo) বলে।
22 . Tramontane কি?
উত্তরঃ মধ্য ইউরোপের উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Tramontane বলে।
23 . লেভেচ (Levech) কি?
উত্তরঃ স্পেনে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেভেচ (Levech) নামে পরিচিত।
24 . লেস্টে (Leste) কি?
উত্তরঃ ম্যাদিয়েরা ও মরক্কোতে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেস্টে (Leste) নামে পরিচিত।
25 . ব্রিকফিল্ডার কি?
উত্তরঃ অস্ট্রেলিয়াতে প্রবাহিত উষ্ণ উত্তরে হাওয়াকে ব্রিকফিল্ডার বলে।
26 . Blackroller কি?
উত্তরঃ উত্তর আমেরিকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন, ধূলিকনা মিশ্রিত, উষ্ণ স্থানীয় বায়ুকে Blackroller বলে।
27 . Shamal কি?
উত্তরঃ পারস্য উপসাগর ও ইরাকের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Shamal বলে।
28 . বুরান (Buran) কি?
উত্তরঃ পূর্ব রাশিয়া ও মধ্য সাইবেরিয়াতে প্রবাহিত তীব্র শীতল হাওয়াকে বুরান বলে।
29 . পুর্গা (Purga) কি?
উত্তরঃ রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রবাহিত বরফশীতল বাতাস কে পুর্গা (Purga) বলে।
30 . পাপাগায়ো কি?
উত্তরঃ পাপাগায়ো উপসাগর ও কোস্টারিকার উত্তর-পশ্চিম উপকূলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে পাপাগায়ো বলে।