পশ্চিমবঙ্গের ভূগোলের (Geography of West Bengal) 30 টি করে প্রশ্ন উত্তর



1 . পশ্চিমবঙ্গে বর্ষাকালের সময়সীমা কখন ?
উত্তরঃ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ।
2 . পশ্চিমবঙ্গে শরৎকালের সময়সীমা কখন ? উত্তরঃ অক্টোবর – নভেম্বর মাস ।
3 . পশ্চিমবঙ্গে শীতকালের সময়সীমা কখন ?
উত্তরঃ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস ।
4 . কোন মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতা থাকে সর্বাধিক ?
উত্তরঃ মে মাসে ।
5 . কোন কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায় ?
উত্তরঃ দুই দিনাজপুর ও মালদহ জেলায় ।
6 . লবণাক্ত ও ক্ষারকীয় মাটি পশ্চিমবঙ্গের কোন অংশে । বিকশিত হয়েছে ?
উত্তরঃ উপকূল ও সুন্দরবন অঞ্চলে ।
7 . পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটির প্রধান ফসল কি ?
উত্তরঃ চা ।
8 . পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ চারভাগে ।
9 . পার্বত্যাঞ্চলের উদ্ভিদ কয় ভাগে বিভক্ত ?
উত্তরঃ চার ভাগে ।
10 . পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় ক্রান্তীয় পর্ণমােচী উদ্ভিদ দেখা যায় ?
উত্তরঃ 1000 মিঃ উচ্চতা পর্যন্ত ।

11 . পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় । নাতিশীতােষ্ণ পর্ণমােচী উদ্ভিদ দেখা যায় ?
উত্তরঃ 1000 – 2500 মিঃ পর্যন্ত ।
12 . পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় ?
উত্তরঃ 2500 – 4000 মিঃ উচ্চতায় ।
13 . পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রস্রবনের নাম কি ?
উত্তরঃ বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ ।
14 . পশ্চিমের মালভূমি অঞ্চলের দ্বিতীয় উচ্চতম পাহাড়ের নাম কি ?
উত্তরঃ পাঞ্চেৎ ( 643 মিঃ ) ।
15 . পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ গ্রানাইট ও নাইস ।

16 . পশ্চিমবঙ্গের তৃতীয় ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি ?
উত্তরঃ সমভূমি অঞ্চল ।
17 . পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ছয় ভাগে ।
18 . তরাই – ডুয়ার্স সমভূমি কোন অংশে বিস্তৃত ?
উত্তরঃ দার্জিলিং জেলার শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার উত্তর – পূর্বাংশে ।
19 . উত্তরের সমভূমি অঞ্চল কোন কোন জেলায় বিস্তৃত ?
উত্তরঃ দুই দিনাজপুর , মালদা ও জলপাইগুড়ি জেলার বিশেষ কিছু অংশে ।
20 . ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিভাগটি কি ?
উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চল ।

21 . পশ্চিমের মালভূমি অঞ্চল কয়টি জেলা নিয়ে গঠিত ?
উত্তরঃ 5 টি ।
22 . পশ্চিমের মালভূমি অঞ্চল মূলত ভারতের কোন মালভূমির অংশ ?
উত্তরঃ ছােটনাগপুর মালভূমির ।
23 . পশ্চিমের মালভূমি অঞ্চল ভূমির প্রকৃতি অনুযায়ী কয় ভাগে বিভক্ত ?
উত্তরঃ তিন ভাগে , পুরুলিয়ার উচ্চভূমি , শুশুনিয়া উচ্চভূমি এবং বরাভূম মালভূমি ।
24 . কোন যুগের শিলা দ্বারা পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত ?
উত্তরঃ অর্কিয়ান যুগের ।
25 . ব্রাহ্মণী ঝর্ণা কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ পুরুলিয়া জেলায় ।

26 . মালভূমি অঞ্চলের ছােটছােট পাহাড় স্থানীয় ভাষায় কি নামে পরিচিত ?
উত্তরঃ ভুংরী ।
27 . পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ গাের্গাবুরু ।
28 . তাের্সা নদী পশ্চিমবঙ্গে কত কিঃমিঃ প্রবাহিত ?
উত্তরঃ 145 কিঃমিঃ ।
29 . মেচি , বালাসন , রত্না , কংকাই কার উপনদী ?
উত্তরঃ  মহানন্দার ।
30 . পশ্চিমবঙ্গে গঙ্গার মূল অংশ কোন কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মালদহ ও মুর্শিদাবাদ ।



         ” পশ্চিমবঙ্গের ভূগােল – Geography of West Bengal  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল – Geography of West Bengal ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

© ভূগোল শিক্ষা Bhugol Shiksha
Website :- BhugolShiksha.com


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে