বিষয় – ভারতের ভূগোল ( Geography of India )

ভারতের ভূপ্রকৃতি ( Relief of India )


1  . হিমালয় পর্বত আনুমানিক কত কিমি প্রশস্ত ?  ( a ) 150 – 400 কিমি ( b ) 200 – 400 কিমি ( c ) 150 – 300 কিমি ( d ) 250 – 500 কিমি
উত্তরঃ   ( a ) 150 – 400 কিমি

2 . গুরুশিখর হল একটি ( a ) অন্ত্রপ্রদেশের শিপিং গজ ( b ) শিখদের প্রধান গুরু । ( c ) হিমালয়ের বিখ্যাত শিকারের স্থান ( d ) আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গা ।
উত্তরঃ ( d ) আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গা ।

3 . নিম্নলিখিত কোনটি ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ ? ( a ) মাউন্ট এভারেস্ট ( b ) কাঞ্চনজঙ্ঘা ( c ) নন্দা দেবী । ( d ) নাঙ্গা পর্বত |
উত্তরঃ ( b ) কাঞ্চনজঙ্ঘা

4 . ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটি হল — ( a ) অসম ( b ) নাগাল্যান্ড ( c ) মণিপুর । ( d ) ত্রিপুরা ।  
উত্তরঃ ( a ) অসম

5 . নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানাে নেই ? ( a ) দার্জিলিং – পশ্চিমবঙ্গ । ( b ) মাউন্ট আবু – রাজস্থান । ( c ) কোদাইকানাল – তামিলনাড়ু ( d ) চামেলি – হিমাচল প্রদেশ।
উত্তরঃ ( d ) চামেলি – হিমাচল প্রদেশ।

6 . কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরির সীমানায় নিম্নলিখিত কোন রাজ্যের নেই ? ( a ) কর্ণাটক ( b ) তামিলনাড়ু . ( c ) অন্ধ্রপ্রদেশ ( d ) কেরালা
উত্তরঃ ( a ) কর্ণাটক

7 . নিম্নলিখিত কোন্ জোড়াটি সঠিকভাবে মেলানাে নেই ? ( a ) উত্তর প্রদেশ – লক্ষ্ণৌ । ( b ) অরুণাচল প্রদেশ – ইটানগর ( c ) হিমাচল প্রদেশ – শিলং ( d ) অন্ধ্রপ্রদেশ – হায়দ্রাবাদ
উত্তরঃ ( c ) হিমাচল প্রদেশ – শিলং

8 . নিম্নলিখিত কোন্ পর্বতটি হিমালয়ের অংশ নয় ? ( a ) আরাবল্লী  ( b ) হিন্দুকুশ ( c ) কারাকোরাম ( d ) কুয়েনলুন ।
উত্তরঃ ( a ) আরাবল্লী

9 . ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হল — ( a ) চণ্ডীগড় । ( b ) পুদুচেরি ( c ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ ( d ) লাক্ষাদ্বীপ  
উত্তরঃ ( c ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ

10 . বানিহাল পাস কোন্ হিমালয়ে অবস্থিত ? _ ( a ) পাঞ্জাব হিমালয়ে ( b ) কাশ্মীর হিমালয়ে ( c ) কুমায়ুন হিমালয়ে ( d ) অসম হিমালয়ে ।
উত্তরঃ ( b ) কাশ্মীর হিমালয়ে

11 . নন্দাদেবী কোথায় অবস্থিত ?  ( a ) কুমায়ুন হিমালয়ে ( b ) কাশ্মীর হিমালয়ে ( c ) নাগা পাহাড়ে ( d ) হিমাচল হিমালয়ে
উত্তরঃ ( a ) কুমায়ুন হিমালয়ে

12 . নিম্নলিখিত কোন অঞ্চলে প্রাচীন যুগের শিলা রয়েছে ? ( a ) হিমালয় । ( b ) আরাবল্লী ( c ) সিন্ধু – গঙ্গা অববাহিকায় । ( d ) শিবালিক
উত্তরঃ ( b ) আরাবল্লী ।

13 . পিরপাঞ্জাল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত ?  ( a ) বৃহৎ হিমালয়ে ( b ) মধ্য হিমালয়ে ( c ) শিবালিকে ( d ) সিকিম হিমালয়ে
উত্তরঃ ( b ) মধ্য হিমালয়ে ।

14 . শিবালিকের গড় উচ্চতা হল ( a ) 150 ) – 2000 মিটার ( b ) 1000 – 1500 মিটার । ( c ) 700 – 1O00 মিটার । | ( d ) এগুলির কোনােটিই নয়
উত্তরঃ ( a ) 150 ) – 2000 মিটার ।

15 . বঙ্গোপসাগরে ভারতের কতগুলি বৃহৎ দ্বীপপুঞ্জ অবস্থিত ? ( a ) 190টি  ( b ) 265টি ( c ) 300টি ( d ) 210টি
উত্তরঃ ( b ) 265টি ।

16 . ভারতের কোন্ রাজ্যটির দীর্ঘতম উপকূলরেখা রয়েছে ? ( a ) মহারাষ্ট্র ( b ) তামিলনাড়ু ( c ) গুজরাট ( d ) গােয়া
উত্তরঃ ( c ) গুজরাট

17 . ভূটানের সঙ্গে ভারতের কোন রাজ্যগুলির সীমানা রয়েছে ? ( a ) অসম , বিহার , সিকিম এবং পশ্চিমবঙ্গ ( b ) বিহার , মেঘালয় , সিকিম ও পশ্চিমবঙ্গ ( c ) অরুণাচলপ্রদেশ , অসম , সিকিম ও পশ্চিমবঙ্গ ( d ) অরুণাচলপ্রদেশ , অসম , পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড
উত্তরঃ ( c ) অরুণাচলপ্রদেশ , অসম , সিকিম ও পশ্চিমবঙ্গ

18 . ভারত কোন গােলার্ধে অবস্থিত ” ( a ) উত্তর ও পূর্ব ( b ) দক্ষিণ ও পূর্ব ( c ) উত্তর ও পশ্চিম ( d ) দক্ষিণ ও পশ্চিম উঃৱম্বালা ।
উত্তরঃ ( a ) উত্তর ও পূর্ব

19 . পূর্বৰ্ঘাটের সর্বোচ্চ বিন্দু কোন্ জেলায় অবস্থিত ?  ( a ) গঞ্জাম ( b ) বিশাখাপত্তনমে ( c ) কুর্ণল ( d ) উত্তর আর্কট
উত্তরঃ ( b ) বিশাখাপত্তনমে

20  . কুলু উপত্যকা কোন্ পর্বতশৃঙ্গের মধ্যে অবস্থিত ? ( a ) ধৌলাধর ও পীরপাঞ্জাল । ( b ) সাতপুরা ও নাঙ্গপর্বত  ( c ) লাদাখ ও পীরপাঞ্জাল ( d ) নিম্ন হিমালয় ও শিবালিক
উত্তরঃ ( a ) ধৌলাধর ও পীরপাঞ্জাল
21 . সহ্যাদ্রি ’ নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত ? ( a ) একটি বৃষ্টিবহুল বায়ু ( b ) হিমালয়ের শৃঙ্গ ( c ) পশ্চিমঘাট ( d ) ঘূর্ণবাতজনিত বিপর্যয় ।
উত্তরঃ ( c ) পশ্চিমঘাট

22 . উপদ্বীপীয় ভারতে কোন্ ধরনের আঞ্চলিক মৃত্তিকা দেখা যায় ( a ) লােহিত এবং হলুদ মৃত্তিকা ( b ) অরণ্য মৃত্তিকা ( c ) লবণাক্ত মৃত্তিকা ( d ) পলি মৃত্তিকা ।
উত্তরঃ ( a ) লােহিত এবং হলুদ মৃত্তিকা

23 . দোদাবেতা শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত ? ( a ) আনাইমালাই ( b ) মহেন্দ্রগিরি ( c ) নীলগিরি ( d ) বিন্ধ্য
উত্তরঃ ( c ) নীলগিরি

24 . Syntaxial Bend ’ নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য ? ( a ) হিমালয় ( b ) আরাবল্লী | ( c ) সাতপুরা ( d ) বিন্ধ্য
উত্তরঃ ( a ) হিমালয়

25 . নিম্নলিখিত কোন্ জোড়াটি সঠিকভাবে মেলানাে রয়েছে ? ( a ) অসম — ইটানগর । ( b ) অরুণাচল প্রদেশ – গুয়াহাটি ( c ) মণিপুর – ইম্ফল ( d ) নাগাল্যান্ড – শিলং
উত্তরঃ ( c ) মণিপুর – ইম্ফল

26 . হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে কটি প্রধান সমান্তরাল পর্বতশৃঙ্গ নিয়ে গঠিত হয়েছে ? ( a ) দুটি ( b ) তিনটি ( c ) চারটি  ( d ) পাঁচটি
উত্তরঃ  ( b ) তিনটি

27 . পশ্চিমঘাট হল ( a ) মালভূমি ( b ) পাহাড় | ( c ) পর্বত ( d ) খাড়া উঁচু পাহাড় জাতীয় মালভূমি
উত্তরঃ ( d ) খাড়া উঁচু পাহাড় জাতীয় মালভূমি

28 . ভারতের উত্তরের সর্বোচ্চ বিন্দু ও কন্যাকুমারীর মধ্যে দূরত্ব কমপক্ষে ( a ) 20° অক্ষাংশ ( b ) 25° অক্ষাংশ ( c ) 30° অক্ষাংশ ( d ) 35° অক্ষাংশ ।
উত্তরঃ ( c ) 30° অক্ষাংশ

29 . পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়েছে ( a ) কার্ডামম পাহাড়ে ( b ) আন্নামালাই পাহাড়ে ( c ) নীলগিরি পাহাড়ে ( d ) পালনি পাহাড়ে
উত্তরঃ ( c ) নীলগিরি পাহাড়ে

30 . হিমালয় পর্বত আনুমানিক কত কিলােমিটার দীর্ঘ ? ( a ) 2000 কিমি ( b ) 2500 কিমি ( c ) 3000 কিমি । ( d ) 1500 কিমি
উত্তরঃ ( b ) 2500 কিমি


  ” ভারতের ভূগােল (Geography of India) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল (Geography of India) ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের (Geography of India) ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের – Geography of India 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

© ভূগোল শিক্ষা Bhugol Shiksha
Website :- BhugolShiksha.com


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now