Daily GK – General knowledge

ভারতের সংবিধান – Constitution of India


1 . গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ?
উত্তর:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
2 . ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
3 . ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।
4 . ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
5 . ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ।
6 . কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।
7 . ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেনডঃ বি.আর.আম্বেদকর ।
8 . ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর ।
9 . ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
10 . স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।
11 . স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।
12 . স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
13 . স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু ।
14 . কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।
15 . রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।
16 . লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।
17 . ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৯টি অঙ্গরাজ্য আছে ।
18 . ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha


         ” জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে । 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে