মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব – Continental Drift Theory
1 . মহাদেশীয় সঞ্চারণ এর বিষয়ে প্রথম ধারনা কে দেন ?
উত্তরঃ ফ্রান্সিস বেকন ( 1620 সালে ) ।
2 . ফ্রান্সিস বেকনের লেখা কোন বই থেকে মহাদেশীয় সঞ্চারণ বিষয়ে ধারণা পাওয়া যায় ?
উত্তরঃ নােভাম অর্গানাম ।
3 . দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূল এবং আফ্রিকার আটলান্টিক উপকূলের মধ্যে কিছুটা সাদৃশ্য প্রথমে খুঁজে পান কোন বিজ্ঞানী ?
উত্তরঃ ফ্রান্সিস বেকন ।
4 . আটলান্টিক মহাসাগর এর দুই প্রান্তের মধ্যে সাদৃশ্য প্রথম চিহ্নিত করেন কোন বিজ্ঞানী ?
উত্তরঃ আলেকজান্ডার ভন হামবােল্ট ।
5 . আটলান্টিকের উভয় পাশের উপকূল ভাগ সরে যাওয়ার বা সঞ্চরণের ধারণা প্রথম কে দেন ?
উত্তরঃ অ্যান্টনিও স্নাইডার পেলিগ্রিনি ( La creation et ses mysteries devoiles , 1858 ) .
6 . ” The faces of the Earth ” _ গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এডওয়ার্ড সুয়েস ।
7 . ” পৃথিবীর কঠিনীভবন প্রক্রিয়া বন্ধ হয়নি এবং অপেক্ষাকৃত হালকা আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা ক্রমশ ভূপৃষ্ঠের উপর দিকে উঠে আসছে ” , এ কথা বলেন কোন ভূবিজ্ঞানী ?
উত্তরঃ এডওয়ার্ড সুয়েস ।
8 . সিয়াল ও সীমা স্তর দুটির প্রথম ধারণা কোন বিজ্ঞানী দেন ?
উত্তরঃ সুয়েজ ।
9 . ” মহাদেশ গুলি হল হােস্ট বা উখিত অংশ এবং মহাসাগর গুলি চ্যুতির ভূত্বকের অবনমিত অংশ ” কে বলেন ?
উত্তরঃ সুয়েস ।
10 . সুয়েসের ধারণা অনুযায়ী প্রাচীন মহাদেশের নাম কি ?
উত্তরঃ গন্ডােয়ানাল্যান্ড ।
11 . প্রাচীন গন্ডােয়ানাল্যান্ড এর ভূভাগে কোন যুগের প্রাণী লক্ষ করা যায় ?
উত্তরঃ প্যালিওজোয়িক ।
12 . সুয়েস গন্ডােয়ানাল্যান্ড বলতে কী বুঝিয়েছেন ?
উত্তরঃ মধ্য ও দক্ষিণ আফ্রিকা , মাদাগাস্কার ও ভারতীয় উপদ্বীপ ।
13 . এফ . বি . টেলর মহীসঞ্চরণ তত্ত্বের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ?
উত্তরঃ টার্শিয়ারি যুগে পর্বতমালার গঠনকে ।
14 . টেলরের মতে কানাডা ও উত্তর ইউরােপ চ্যুতির ফলে আলাদা হয়ে গিয়ে কোন প্রাচীন ভূখণ্ডের সৃষ্টি করেছে ?
উত্তরঃ গ্রিনল্যান্ড ।
15 . মহাদেশ গুলির অনুভূমিক সঞ্চারনের কারণেই পার্শ্বচাপে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে – কোন বিজ্ঞানী বলেন ?
উত্তরঃ 1910 , এফ . বি . টেলর টার্শিয়ারি যুগের ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বলে ।
16 . টেলর এর মতে মহীসঞ্চরণ এর জন্য কোন বল দায়ী ?
উত্তরঃ জোয়ারী শক্তি ।
17 . মহীসঞ্চরণ সম্পর্কে কোন বিজ্ঞানী সুসংবদ্ধ মতামত প্রকাশ করেন ?
উত্তরঃ 1912 , জার্মান আবহাওয়া ও জলবায়ুবীদ আলফ্রেড ওয়েগনার ।
18 . আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কিত জার্মান ভাষায় প্রকাশিত পুস্তকের নাম কি ?
উত্তরঃ ” Die Entstehung der kontinente and ozeane ” .
19 . আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কিত ইংরেজি ভাষায় অনুবাদ করা পুস্তক এর নাম কি ?
উত্তরঃ ” The origin of continents and ocean ” .
20 . মহাদেশীয় পাতের অনুভূমিক সঞ্চালন বা গতির কথা কোন বিজ্ঞানী বলেন ?
উত্তরঃ ওয়েগনার ।
22 . ওয়েগনারের মতে চারটি মহাদেশের ভূখণ্ডের অবস্থান একত্রে ছিল , এই চারটি ভূখণ্ড কি ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা , দক্ষিণ আফ্রিকা , ভারত ও অস্ট্রেলিয়া ।
23 . ওয়েগনারের মতে কোন সময়ে চারটি মহাদেশের অংশ একত্রে ছিল ?
উত্তরঃ পার্মোকার্বনিফেরাস ।
24 . কার্বনিফেরাস যুগের আগে অর্থাৎ এখন থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছরেরও বেশি আগে মহাদেশ গুলি একসঙ্গে সংযুক্ত হয়ে একটি বিরাট স্থলভাগ রূপে অবস্থান করত । তিনি বৃহৎ মহাদেশের নাম কি দেন ?
উত্তরঃ প্যানজিয়া ( Pangaea ) .
25 . প্যানজিয়া কথার অর্থ কি ?
উত্তরঃ পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড ( all lands ) ।
26 . প্যানজিয়াকে বেষ্টন করে একটি বিশালতার মহাসমুদ্র রয়েছে তার নাম কি ?
উত্তরঃ প্যানথালাসা ( panthalasa ) .
27 . প্যানথালাসা কথার অর্থ কি ?
উত্তরঃ সমস্ত সমুদ্র ( all seas )
28 . প্যানজিয়া ও প্যানথালাসা ধারণা কোন বিজ্ঞানী দেন ?
উত্তরঃ আলফ্রেড ওয়েগনার ।
29 . প্যানজিয়া প্রাথমিক অবস্থায় কোন গােলার্ধে অবস্থিত ছিল ?
উত্তরঃ দক্ষিণ গােলার্ধে মধ্য অক্ষাংশ ।
30 . ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় কোন যুগ থেকে ?
উত্তরঃ মেসােজোয়িক যুগ ।
31 . প্যানজিয়ার উত্তর অংশ কি নামে পরিচিত ?
উত্তরঃ লরেসিয়া বা অঙ্গারাল্যান্ড । লরেসিয়া কথাটির উৎপত্তি কানাডার লরেন্সিয়া ভূখন্ড এবং ইউরােপ ও এশিয়ার সংযুক্ত নাম ইউরেশিয়া ।
32 . লরেসিয়া কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছে ?
উত্তরঃ উত্তর আমেরিকা , ইউরােপ এবং এশিয়া ।
33 . প্যানজিয়ার দক্ষিণের অংশটি কি নামে পরিচিত ?
উত্তরঃ গন্ডােয়ানাল্যান্ড । গনডােয়ানাল্যান্ড নামটি এসেছে মধ্য ভারতে গণ্ড উপজাতিদের বাসভূমি থেকে পাওয়া এক প্রকার জীবাশ্মের জন্য । ওই জীবাশ্ম একই সঙ্গে অস্ট্রেলিয়া আফ্রিকা , দক্ষিণ আমেরিকা ও আন্টার্টিকায় পাওয়া গেছে ।
34 . গন্ডােয়ানাল্যান্ড কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছে ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা আফ্রিকা উপদ্বীপীয় ভারত , অস্ট্রেলিয়া এবং আন্টার্টিকা ।
35 . লরেশিয়া ও গন্ডােয়ানাল্যান্ড একটি সংকীর্ণ সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল , তার নাম কি ?
উত্তরঃ টেথিস সাগর ।
36 . কোন যুগের পর টেথিস সাগরের উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ টার্শিয়ারি ।
37 . প্যানজিয়ার কেন্দ্রস্থলে কোন মহাদেশ অবস্থান করত ?
উত্তরঃ বর্তমানের আফ্রিকা মহাদেশ ।
38 . প্যানজিয়া ভাঙ্গন এর পূর্বে দক্ষিণ মেরু – র অবস্থান কোথায় ছিল ?
উত্তরঃ আফ্রিকার 45 ডিগ্রী পূর্ব দ্রাঘিমা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার সংযােগস্থলে ।
39 . ওয়েগনারের মতে মহাদেশ গুলাের সঞ্চারনের অভিমুখ লেখ ।
উত্তরঃ উত্তর দিকে – ইউরােপ , এশিয়া ও আফ্রিকা মহাদেশ । পশ্চিম দিকে – উত্তর ও দক্ষিণ আমেরিকা ।
40 . দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ কোন উপযুগে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে ?
উত্তরঃ ক্রিটাশিয়াস উপযুগে ।
41 . ওয়েগনারের মতে উত্তর আমেরিকা ও ইউরােপ কোন যুগ পর্যন্ত একত্রে অবস্থান করত ?
উত্তরঃ প্লিস্টোসিন যুগ ।
42 . ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের দক্ষিণ গােলার্ধের মধ্য অক্ষাংশ থেকে মহাদেশগুলির সঞ্চরণ কোন দিকে হয় ?
উত্তরঃ দক্ষিণ ও নিরক্ষরেখার দিকে ।
43 . মহাদেশীয় সঞ্চালন এ কোন কোন মহাসাগরে সৃষ্টি হয় ?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর ।
44 . আটলান্টিক , ভারত ও প্রশান্ত মহাসাগর কোন কোন মহাদেশের সঞ্চরনের ফলে সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয় । অস্ট্রেলিয়া পূর্বদিকে সঞ্চারিত হওয়ায় ভারত মহাসাগর । প্যানথালাসার অবশিষ্টাংশ প্রশান্ত মহাসাগর রূপে বিরাজ করে ।
45 . মহীসঞ্চরণ এর ফলে কি কি পর্বত এর উত্থান ঘটেছে ?
উত্তরঃ মধ্য এশিয়ার স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত কাছাকাছি আসায় মধ্যবর্তী টেথিস সাগরের পলিতে চাপ পড়ে তার ফলে আল্পস্ ও হিমালয় পর্বতের উত্থান ঘটে । দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের সময় পশ্চিম প্রান্ত ভূগর্ভস্থ ভারী সীমা বাধাপ্রাপ্ত হওয়ায় ওই অংশে ভাঁজ পড়ে আন্দিজ ও রকি পর্বতমালা সৃষ্টি করে ।
46 . ওয়েগনারের ধারণায় ” মেরু থেকে যাত্রা ” বা ” flight from pole ” বলতে কী বােঝানাে হয়েছে ?
উত্তরঃ যেহেতু সবকটি মহাদেশের দক্ষিণ মেরু থেকে শুরু করেছিল তাই তিনি এ কে মেরু থেকে যাত্রা নামে চিহ্নিত করেছেন ।
© ভূগোল শিক্ষা
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে