Daily GK – General knowledge
1 . নীল বিদ্রোহের ওপর লেখা ‘ The Blue Mutiny ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ ব্লেয়ার ক্লিং।
2 . 1857 এর মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর ।
3 . সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং ।
4 . 1857 এর সিপাহী বিদ্রোহের সূচনা কে করেন ?
উত্তরঃ মঙ্গল পান্ডে
5 . ‘ দি সিপাহী মিউটিনি এন্ড দা রিভােল্ট অফ 1857 ‘ গ্রন্থের রচয়িতা ?
উত্তরঃ রমেশচন্দ্র মজুমদার ।
6 . 1857 সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত ?
উত্তরঃ কুনওয়ার সিং ।
7 . ঝাঁসির রানী লক্ষীবাই এর প্রকৃত নাম কি ?
উত্তরঃ মনিকর্নিকা
8 . কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন ?
উত্তরঃ তাঁতিয়া টোপি ।
9 . ভারতের কোন মুখ্য বিচারপতি 36 দিনের জন্য রাষ্ট্রপতি হন ?
উত্তরঃ হিদায়েতুল্লা ।
10 . ‘ হিন্দু পেট্রিয়ট ‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ হরিশচন্দ্র মুখােপাধ্যায় ।
11 . বাংলার তরিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ তিতুমীর।
12 . গঙ্গা , যমুনা ও সরস্বতীর সংযমস্থলে কোন শহর অবস্থিত ?
উত্তরঃ এলাহাবাদ ।
13 . পশ্চিমবঙ্গের সরকারি পশু ?
উত্তরঃ মেছাে বিড়াল ।
14 . কুতুবমিনারের উচ্চতা ?
উত্তরঃ 73 ফিট।
15 . আগরী বইয়ের লেখক ?
উত্তরঃ সতিনাথ ভাদুরী ।
16 . কংগ্রেস কোনদেশের পার্লামেন্ট ?
উত্তরঃ আমেরিকা ।
17 . ‘ খালি পেটে ধর্ম হয় না ‘ কার উক্তি ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ ।
18 . ‘ বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী ‘ কার উক্তি ?
উত্তরঃ আব্রাহাম লিংকন ।
19 . মথুরা কোন প্রদেশ এ অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ ।
20 . এশিয়ার আলাে কে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ ।
” জেনারেল নলেজ ( General knowledge – GK ) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
© ভূগোল শিক্ষা Bhugol Shiksha
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে