Daily GK – General knowledge

গুরুত্বপূর্ণ কিছু সরকারী ঘোষণাপত্র


1 . ভারতের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট পেপার ।
2 . চীনের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট বুক ।
3 . পর্তুগালের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট বুক ।

4 . জার্মানির সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট বুক ।
5 . জাপানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ গ্রে বুক ।
6 . বেলজিয়ামের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ গ্রে বুক ।
7 . ফ্রান্সের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ ইয়োলো বুক
8 . ব্রিটিশ যুক্তরাজ্যের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ ব্লু বুক ।
9 . ইরানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ গ্রীন বুক ।
10 . নেদারল্যান্ডের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তরঃ অরেঞ্জ বুক ।
11 . হোয়াইট হল কোন দেশে আছে ?
উত্তরঃ লন্ডন
12 . ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেরুজালেম ।
13 . শিউ ড্রাগন প্যাগোডা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইয়াঙ্গন ।
14 . স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্ক ।
15 . লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ প্যারিস ।
16 . লিনিং টাওয়ার কোথায় অবস্থিত ?
উত্তরঃ পিশা
17 . পেন্টাগন কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন
18 . ক্রেমলিন কোথায় অবস্থিত ?
উত্তরঃ মস্কো ।




© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha


         ” জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে । 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে