Daily GK – General knowledge

বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল


1 . মৌসুমী কথার অর্থ কি ?
উত্তরঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।
2 . রাঢ় শব্দের অর্থ কি ?
উত্তরঃ পাথুরে জমি ।

3 . তুন্দ্রা কথার অর্থ কি ?
উত্তরঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।

4 . ডুয়ার্স বলতে কি বোঝায় ?
উত্তরঃ দ্বার বা দুয়ার ।

5 . মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ মৃতের দেশ ।

6 . ক্ষুদ্র দেশ – কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?
উত্তরঃ মাইক্রোনেশিয়া ।

7 . পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ বহু দ্বীপের দেশ ।

8 . বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?
উত্তরঃ সাভানা ।

9 . পম্পাস বলতে কি বোঝো ?
উত্তরঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।

10 . তরাই কথার অর্থ কি ?
উত্তরঃ স্যাতস্যেতে ।

11 . অহ্ন কথার অর্থ কি ?
উত্তরঃ দিন ।

12 . আয়ন কথার অর্থ কি ?
উত্তরঃ পথ ।

13 . চোমোলাংমা কি ?
উত্তরঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।

14 . দূন কি ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।

15 . শিল্ড কি ?
উত্তরঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।

16 . বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।

17 . কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও সরস্বতী ।  

18 . নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও নন্দা ।

19 . ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।

20 . শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।

21 . গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।

22 . রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও মন্দাকিনী ।

23 . দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী ।

24 . সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ সোমনদী ও মন্দাকিনী ।

25 . প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ গঙ্গা – যমুনা – সরস্বতী ।

26 . সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।



         ” জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে । 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

© ভূগোল শিক্ষা Bhugol Shiksha


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now