Daily GK – General knowledge
বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল
1 . মৌসুমী কথার অর্থ কি ?
উত্তরঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।
উত্তরঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।
2 . রাঢ় শব্দের অর্থ কি ?
উত্তরঃ পাথুরে জমি ।
3 . তুন্দ্রা কথার অর্থ কি ?
উত্তরঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।
4 . ডুয়ার্স বলতে কি বোঝায় ?
উত্তরঃ দ্বার বা দুয়ার ।
5 . মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ মৃতের দেশ ।
6 . ক্ষুদ্র দেশ – কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?
উত্তরঃ মাইক্রোনেশিয়া ।
7 . পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ বহু দ্বীপের দেশ ।
8 . বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?
উত্তরঃ সাভানা ।
9 . পম্পাস বলতে কি বোঝো ?
উত্তরঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।
10 . তরাই কথার অর্থ কি ?
উত্তরঃ স্যাতস্যেতে ।
11 . অহ্ন কথার অর্থ কি ?
উত্তরঃ দিন ।
12 . আয়ন কথার অর্থ কি ?
উত্তরঃ পথ ।
13 . চোমোলাংমা কি ?
উত্তরঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।
14 . দূন কি ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।
15 . শিল্ড কি ?
উত্তরঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।
16 . বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।
17 . কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও সরস্বতী ।
18 . নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও নন্দা ।
19 . ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।
20 . শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।
21 . গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।
22 . রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও মন্দাকিনী ।
23 . দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী ।
24 . সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ সোমনদী ও মন্দাকিনী ।
25 . প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ গঙ্গা – যমুনা – সরস্বতী ।
26 . সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।
উত্তরঃ পাথুরে জমি ।
3 . তুন্দ্রা কথার অর্থ কি ?
উত্তরঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।
4 . ডুয়ার্স বলতে কি বোঝায় ?
উত্তরঃ দ্বার বা দুয়ার ।
5 . মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ মৃতের দেশ ।
6 . ক্ষুদ্র দেশ – কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?
উত্তরঃ মাইক্রোনেশিয়া ।
7 . পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ বহু দ্বীপের দেশ ।
8 . বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?
উত্তরঃ সাভানা ।
9 . পম্পাস বলতে কি বোঝো ?
উত্তরঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।
10 . তরাই কথার অর্থ কি ?
উত্তরঃ স্যাতস্যেতে ।
11 . অহ্ন কথার অর্থ কি ?
উত্তরঃ দিন ।
12 . আয়ন কথার অর্থ কি ?
উত্তরঃ পথ ।
13 . চোমোলাংমা কি ?
উত্তরঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।
14 . দূন কি ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।
15 . শিল্ড কি ?
উত্তরঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।
16 . বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।
17 . কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও সরস্বতী ।
18 . নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও নন্দা ।
19 . ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।
20 . শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।
21 . গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।
22 . রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও মন্দাকিনী ।
23 . দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী ।
24 . সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ সোমনদী ও মন্দাকিনী ।
25 . প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ গঙ্গা – যমুনা – সরস্বতী ।
26 . সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উত্তরঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।
” জেনারেল নলেজ ( General knowledge – GK ) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
© ভূগোল শিক্ষা Bhugol Shiksha
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে