Daily GK – General knowledge

পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম (The world’s largest and longest)


1. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

2. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি?
উত্তরঃ হিমালয়।

3. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উত্তরঃ ব্রাজিলের গুয়েইরা।

4. পৃথিবীর বৃহত্তম মঠ কোনটি?
উত্তরঃ তিব্বতের ভুবুং।

5. পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তরঃ মেক্সিকো উপসাগর।

6. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

7. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি?
উত্তরঃ এশিয়া।

8. পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।

9. পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ চীন।

10. পৃথিবীর বৃহত্তম মরুভুমি কোনটি?
উত্তরঃ সাহারা।

11. পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি?
উত্তরঃ আঙ্করভাট মন্দির।

12. পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি?
উত্তরঃ জুম্মা মসজিদ।

13. পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি?
উত্তরঃ রোমের ভ্যাটিকান।

14. পৃথিবীর বৃহত্তম গীর্জার নাম কি?
উত্তরঃ সেন্ট পিটার।

15. পৃথিবীর বৃহত্তম ব দ্বিপ কোনটি?
উত্তরঃ সুন্দরবন।

16. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম এর নাম কি?
উত্তরঃ উত্তর প্রদেশের গোরক্ষপুর।

17.পৃথিবীর বৃহত্তম প্রাচীর কোনটি?
উত্তরঃ চীনের প্রাচীর।

18.পৃথিবীর  বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান।

19. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ নীল নদ।

20. পৃথিবীর গভীরতম নদীর নাম কি?
উত্তরঃ আমাজন।

21. পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম কি?
উত্তরঃ ব্রডওয়ে।

22 .পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম কোনটি?
উত্তরঃ ব্রিটিশ মিউজিয়াম।

23. পৃথিবীর বৃহত্তম সেতুর নাম কি?
উত্তরঃ কুইবেক।

24. পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি?
উত্তরঃ লন্ডন ।

25. পৃথিবীর উচ্চতম গির্জার নাম কি?
উত্তরঃ উল্ ম ক্যাথিড্রাল চার্চ।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now