Daily Current Affairs – 04 April 2019

1.নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Zayed Medal’ দ্বারা সম্মানিত করলো সংযুক্ত আরব আমিরাত(UAE) ।

2.International Mine Awareness Day পালন করা হয় ৪ঠা এপ্রিল,এবারের থিম ছিল “United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home”.

3.চিকাগোর প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা মেয়র হিসাবে নির্বাচিত হলেন Ms.Lori Lightfoot.

4.বিমান ফ্লাইটে ইন্টারনেট ও মোবাইল পরিসেবা প্রদানের জন্য BSNL লাইসেন্স পেল।

5.Bank of Maharashtra-তে ২০৫ কোটি টাকা বিনিয়োগ করলো সরকার।

6.রাজস্থান হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন মোহাম্মদ রফিক।

7.ভারতের প্রথম প্রফেশনাল খো-খো লীগ ‘Ultimate Kho-Kho’ লঞ্চ করা হল।

8.২০১৯ জুলাই মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামরিক অনুশীলন “Exercise — Western Shield,” পরিচালনা করবে বলে ঘোষণা করলো শ্রীলংকা।

9.ভারতে অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত।

10.ভারত NuGen Mobility summit 2019 আয়োজন করবে নভেম্বর মাসে।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে