Daily Current Affairs – 11 April 2019

1.অন্ধ্রপ্রদেশের নতুন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিক্রম নাথ।

2.‘Wisden’s Leading Women’s Cricketer Of The Year’ শিরোপা পেলেন স্মৃতি মন্ধনা।

3.National Safe Motherhood Day পালন করা হয় ১১ই এপ্রিল ,এবারের থিম ছিল ‘Midwives for Mothers’.

4.Navratna Cool পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন অভিনেতা বরুন ধাওয়ান।

5.ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন Benjamin Netanyahu.

6.‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটিকে ভার্চুয়ালি ব্যান করার কারণে পশ্চিমবঙ্গ সরকারকে ২০ লক্ষ টাকা জরিমানা করলো সুপ্রিমকোর্ট।

7.‘সরস্বতী সম্মান ২০১৮’ পুরস্কার পাচ্ছেন তেলেগু লেখক K. Siva Reddy.

8.ভারত মাতৃত্ব হাসপাতাল স্থাপন করলো নেপালে।

9.Emirates Islamic ব্যাংক বিশ্বে প্রথম Whatsapp-এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা লঞ্চ করতে চলেছে।

10.জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হলো।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now