Daily Current Affairs – 12 April 2019

1.রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.‘Anthos’-নামে একটি Cloud প্লাটফর্ম লঞ্চ করলো Google.

3.Forbes Magazine-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ভারতের নং-১ ব্যাংক হলো HDFC Bank.

4.Abu Dhabi International Book Fair, ADIBF 2019-ভারত অতিথি হিসাবে আমন্ত্রিত।

5.International Day of Human Space Flight পালন করা হয় ১২ই এপ্রিল।
6.Funtasy11-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন মুরালী কার্তিক।

7.লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে ‘Public Water Agency of the Year’ পেল জাতীয় স্বচ্ছ গঙ্গা মিশন ‘Namami Gange’.

8.পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্প জাতিসংঘের WSIS Award পেল।

9.WHO-এর সবথেকে দূষিত ১৫টি শহরের তালিকায় বারানসীর স্থান তৃতীয়।

10.পাকিস্তান শিখ পর্যটকদের জন্য ২২০০টি ভিসা প্রদান করেছে।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now