Daily Current Affairs – 15 April 2019

1.ভারত সফলভাবে পরীক্ষা করলো ‘নির্ভয়’-নামে একটি মিশাইল।

2.ইজরায়েলের চন্দ্রাভিযান Beresheet  চাঁদের উপর ধ্বংস হয়ে গেলো।

3.Airtel এবং  FICCI Ladies Organisation নারী সুরক্ষার জন্য যৌথভাবে লঞ্চ করলো ‘My Circle’নামে একটি অ্যাপ।

4.43rd Edition of the Paris Marathon জিতলেন Gelete Burka এবং Abrha Milaw.

5.হরিয়ানার গুরুগ্রামে প্রথমবারের মতো ‘ভোটার পার্ক’  উদ্বোধন করা হল।

6.ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Mohammed Ishtaye.

7.শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ার জন্য অনলাইন গেম PUBG ব্যান করলো নেপাল।

8.অন্ধ্রপ্রদেশের বিখ্যাত সমাজকর্মী Sankurathri Chandrasekhar-এর জীবনী গ্রন্থ ‘Ashakiranam,’ রিলিজ করা হল।

9.বিশ্বের বৃহত্তম বিমান প্রথম উড়ানো হলো ক্যালিফোর্নিয়ায়।

10.UPSC 2018-তে প্রথম স্থানাধিকারী কনিষ্ক কাটারীয়ার মোট প্রাপ্ত নম্বর ১১২১.



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now