Daily Current Affairs – 22 April 2019

1.World Earth Day পালন করা হয় ২২শে এপ্রিল; এবারের থিম ছিল “Protect Our Species”.

2.সৌদি আরব ভারতের হজ কোটা বাড়িয়ে ২ লক্ষ করলো।

3.ভারতীয় নির্বাচন কমিশন লঞ্চ করলো Voter Turnout App.

4.ভারতে Twitter-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন মনীষ মহেশ্বরী।

5.রিলায়েন্স কোম্পানী হলো ভারতের প্রথম রিটেল কোম্পানি যার বার্ষিক আয় ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল।
6.‘Pandit Govind Ballabh Pant Award’ পেলেন সুনীল কুমার গৌতম।

7.ভারতের নৌবাহিনী প্রধান সুনীল লানবা লঞ্চ করলেন মিশাইল ধংসকারী ‘INS Imphal’,যেটি ভারতেই বানানো হয়েছে।

8.পর্বতারোহী রমা সেনগুপ্ত পাল মারা গেলেন ৬৬ বছর বয়সে।

9.নোবেলজয়ী অমর্ত্য সেন বৈষম্যের(Inequality) উপর গবেষনার জন্য London School of Economics and Political Science (LSE)-এ নিযুক্ত হলেন।

10.পাঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি ২০১৯ জিতলো সার্ভিসেস দল।

তথ্যসূত্রঃ- স্বপ্ন

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে