Daily GK – General knowledge

কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক


1. ” I do what I do ” বইটির লেখক কে ?
উঃ- রঘুরাম রাজন (RESERVE BANK এর প্রাক্তন   প্রধান )।
2.” Drain of wealth  ” বইটির লেখক কে ?
উঃ- দাদাভাই নওরোজি ।
3. ” One life is not enough ”  বইটির লেখক কে ?
উঃ- কে . নটবর সিং ।
4. ” Eighteen fifty saven  ” ( 1857 ) বইটির লেখক কে ?
উঃ- সুরেন্দ্রনাথ সেন ।
5. ” India wins freedom ” র লেখক কে ?
উঃ- মৌলানা আবুল কালাম আজাদ।

6. ” পথের দাবি ” বইটি কার লেখা ?
উঃ- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ।
7. ” In other rooms ,Other wonders ” বইটির লেখক কে ?
উঃ- ড্যানিয়েল মইনুদ্দিন।
8. ” বাবরনাম ”  বইটি কে লেখেন ?
উঃ- বাবর।
9. ” বুদ্ধচরিত ” গ্রন্থটি কে লিখেছেন ?
উঃ- অশ্বঘোষ।
10. ” রামচরিত ” কে রচনা করেন ?
উঃ- সন্ধ্যাকর নন্দী।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now