Daily GK – General knowledge

আয়তন অনুসারে বিশ্বের দেশ সমুহ এর অবস্থান

১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ-
রাশিয়া৷


২৷ আয়তনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম
দেশ- রাশিয়া৷


৩৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে
বৃহত্তম দেশ- কানাডা৷


৪৷ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ- চীন৷


৫৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম
দেশ- ব্রাজিল৷


৬৷ ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ-
অষ্ট্রেলিয়া৷


৭৷ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ-
আলজেরিয়া৷


৮৷ আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম
দেন- ভারত৷


৯৷ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ-
সৌদিআরব৷


১০৷ আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়
বৃহত্তম দেশ- কানাডা৷
১১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলীম
দেশ- কাজাখস্তান৷


১২৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলীম
দেশ- ইন্দোনেশিয়া৷


১৩৷ আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম
দেশ- মোনাকো৷


১৪৷ ইউরোপের ক্ষুদ্রতম দেশ-
ভ্যাটিকান৷


১৫৷ আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ-
সিচেলিস৷


১৬৷ দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের
নাম- সুরিনাম৷


১৭৷ এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ৷


১৮৷ আয়তনে মুসলীম বিশ্বের ক্ষুদ্রতম
দেশ- মালদ্বীপ৷


১৯৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে
ছোট দেশ- সেন্টকিটস এন্ড নেভিস৷


২০৷ ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ-
নাউরু৷
২১৷ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ-
ভ্যাটিকান৷


২২৷ আয়তনে বৃহত্তম মহাদেশ- এশিয়া৷


২৩৷ আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ-
ওশেনিয়া৷


২৪৷ জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ-
এশিয়া৷


২৫৷ জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ-
এন্টাকটিকা৷


২৬৷ পৃথিবীর জনশুন্য মহাদেশ-
এন্টাকটিকা৷


২৭৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ-
চীন৷




© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now