Close Ad close
Home General Knowledge হ্রদসমূহ সম্পর্কিত | Daily GK – General knowledge | Part – 41...

হ্রদসমূহ সম্পর্কিত | Daily GK – General knowledge | Part – 41 | Exam Guide | Bhugol Shiksha

Daily GK – General knowledge

হ্রদসমূহ সম্পর্কিত

হ্রদ বিষয়ক প্রশ্নোত্তর
হ্রদ কাকে বলে? চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি ।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ।
পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি? সুপিরিয়র।
বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর।
সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র ও কানাডা।
জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ? সুপেয় পানির হ্রদ।
কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ? আজারবাইজান ও ইরান। 
ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়? উগান্ডা, কেনিয়াও তাঞ্জানিয়া।
আরল হ্রদটি কোথায় অবস্থিত ? রাশিয়া।
গুরন হ্রদটি কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র ও কানাডা।
মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র ।
বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ? দক্ষিণ সাইবেরিয়া।
টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়? কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত ? কানাডা।
গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত? কানাডা।
নায়াসা হ্রদ কোথায় অবস্থিত? মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
ইরি হ্রদটি কোথায় অবস্থিত ? যুক্তরাষ্ট্র ও কানাডা।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now