Daily GK – General knowledge

1. সন্ত কবির-এর গুরু কে ছিলেন?
উত্তর: রামানন্দ
2. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয়েছিলো?
উত্তর: অশোক
3. কে বল্লবভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন?
উত্তর: মহাত্মা গাঁন্ধি
4. ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে সংবিধানের কোথায়?
উত্তর: নির্দেশমূলক নীতিসমূহে
5. পারসেক’ এককটি দিয়ে কী মাপা হয়?
উত্তর: মহাকাশীয় দূরত্ব
6. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?
উত্তর: আইরিস
7. স্থির অবস্থায় একটি বস্তুর কী থাকে?
উত্তর: শক্তি
8. একটি নির্দষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হল। যাত্রার অর্ধপথে বস্তুটির কী থাকবে?
উত্তর: গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই
9. নীচের কোনটি উৎসেচক?
উত্তর: ট্রিপসিন
10. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়?
উত্তর: ভিটামিন সি
11. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: রাঁচি
12. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?
উত্তর: ট্রিগভি লি
13. কোন স্থান্যপায়ী প্রানী ডিম পাড়ে?
উত্তর: ডাকবিল-প্লাটিপাস
14. PAN -এর সম্পূর্ন রূপ হলো?
উত্তর: পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
15. কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেন?
উত্তর: অশোক মেহতা কমিটি
16. কোন্ রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয়?
উত্তর: মধ্যপ্রদেশ
17. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ?
উত্তর: মস্তিষ্ক
18. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?
উত্তর: অন্ত্র
19. প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্নপদক পেয়েছিলেন?
উত্তর: অভিনব বিন্দ্রা
20. অ্যাসেজ’ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?
উত্তর: ক্রিকেট
21. কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর: নিউ দিল্লি
22. রাষ্ট্রসংঘের সাধারন সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: শ্রীমতি বিজয়লক্ষ্মী পন্ডিত
23. নিন্মলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উত্তর: ব্যাঙ্গালুরু
24. অভিজ্ঞানম শকুন্তলম্ কে রচনা করেন?
উত্তর: কালিদাস
25. প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতরে পার হয়েছেন?
উত্তর: বুলা চৌধুরি

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now