Daily GK – General knowledge

১. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।

২.  সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।

৩.  ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন

৪.  মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।

৫.  কোলেস্টরল হল? — এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।

৬. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? — ভিটামিন সি এর অভাবে।

৭.  বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে

৮.  শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য

৯.  ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।

১০.  মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।

১১.  গ্লুকোজের স্থূল সংকেত — CH2O

১২. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে? — ভিটামিন বি₂ এর অভাবে।

১৩.  জলে দ্রবণীয় ভিটামিন হল? — ভিটামিন বি ও সি

১৪.  শিশুদের রিকেটস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে? — ভিটামিন ডি এর অভাবে।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে