Daily GK – General knowledge
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল থেকে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর
ক. অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. মিশর
ঘ. উত্তর আফ্রিকা
2. সাহারা মরুভুমি কোথায় অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
Ans-গ. আফ্রিকা
3. নিচের কোনটি একটি জৈব শিলা?
ক. মার্বেল
খ. কোল
গ. গ্রানাইট
ঘ. স্লেট
Ans-খ. কোল
4.পৃথিবীর উপরিভাগ মূলত কোন শিলা দ্বারা গঠিত?
ক.আগ্নেয় শিলা
খ. পাললিক শিলা
গ. রূপান্তরিত শিলা
ঘ. কোনটিই না
Ans-খ. পাললিক শিলা
5. রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয় ?
ক. আগ্নেয় শিলা থেকে
খ. পাললিক শিলা থেকে
গ. উপরের দুটিই
ঘ. কোনটিই না
Ans-গ. উপরের দুটিই
6. নিচের কোনটি একটি আগ্নেয় শিলার উদাহরণ?
ক. লাইমস্টোন বা চুনা পাথর
খ. মার্বেল
গ. স্লেট
ঘ. ব্যাসাল্ট
Ans-ঘ. ব্যাসাল্ট
7. নিচের কোনটি একটি যান্ত্রিক পাললিক শিলার উদাহরণ?
ক. চক
খ. প্রবাল পাথর
গ. বোরাক্স
ঘ. নুড়ি পাথর
Ans-ঘ. নুড়ি পাথর
8. নিচের কোনটি একটি প্লুটোনিক আগ্নেয় শিলার উদাহরণ?
ক. ব্যাসাল্ট
খ. গ্রানাইট
গ. স্লেট
ঘ. ডলোমাইট
Ans-ক. ব্যাসাল্ট
9. নিচের কোনটির সাথে এপিসেন্টার কথাটি সম্পর্ক যুক্ত?
ক. ভূমিকম্প
খ. আগ্নেয়গিরি
গ. সাইক্লোন
ঘ. ভূমিধস
Ans-ক. ভূমিকম্প
10. পৃথিবীর সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?
ক. Cotopaxi
খ. Fujiyama
গ. Kilaueu
ঘ. Vesivius
Ans-ক. Cotopaxi
B. তামিলনাড়ুর মুপান্ডাল
C. সুন্দরবন
D.কোনটি নয়
Ans-B. তামিলনাড়ুর মুপান্ডাল
12.ভারতের যে শহরে প্রথম বিদ্যুৎ এর ব্যবহার শুরু হয় ?
A. ওড়িশা
B. ঝাড়খন্ড
C.ব্যাঙ্গালুরু
D. ছত্তিসগড়
Ans-C.ব্যাঙ্গালুরু
13. ভারতের বৃহত্তম জলধারা ?
A. জোহর সাগর
B. গান্ধী সাগর
C.গোবিন্দ সাগর
D. গোবিন্দবল্লবপন্থ সাগর
Ans-D. গোবিন্দবল্লবপন্থ সাগর
14. ভারতের প্রাচীন তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
A.রানীগঞ্জ
B.নাভেলি
C. ঝরিয়া
D. করবা
Ans-A.রানীগঞ্জ
15. নিচের কোন সংস্থানটি তাপবিদ্যুৎ ঊৎপাদন এর সঙ্গে সম্পৃক্ত?
A. ও এন জি সি
B.এন টি পি সি
C.এন এইচ পি সি
D. এন জি আর আই
Ans-B.এন টি পি সি
16.কোনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নয় ?
A.গুজরাট এর চারুকা পার্ক
B. রাজস্থানের ধীরুভাই আম্বানি পার্ক
C.মহারাষ্ট্রের ওসমানাবাদ
D.কর্ণাটকের যোগমাট্টি
Ans-D.কর্ণাটকের যোগমাট্টি
17. ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটি
A. ও এন জি সি
B. এন এইচ পি সি
C.সি আই এল
D. ইউ সি জি
Ans-C.সি আই এল
18.ভারতের বৃহত্তম তৈলখনিটি হলো ?
A. নাহারকোটিয়া
B. বোম্বেহাই
C.ডিগবয়
D. আঙ্কলেসর
Ans-B. বোম্বেহাই
19.কোল ইন্ডিয়া এর সদর দপ্তর কোন শহর এ ?
A. ওড়িশা
B. কলকাতা
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিসগড়
Ans-B. কলকাতা
20. সাদা কয়লা বলা হয়
A. গ্রাফাইট
B.জলবিদ্যুৎ
C.সৌরবিদ্যুৎ
D.খনিজতেল
AnsB.জলবিদ্যুৎ।
A.এন্থ্রাসাইট
B. বিটুমিনাস
C. লিগনাইট
D.পিট্
Ans-B. বিটুমিনাস
22.ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লা পরিমান সর্বাধিক ?
A. ওড়িশা
B. ঝাড়খন্ড
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিসগড়
Ans-D. ছত্তিসগড়
23. কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক ?
A. কয়লা
B. সবরিগিরি
C. ভাকরা নাঙ্গল
D.কুন্ডা
Ans-B. সবরিগিরি
24. ভারতের প্রতি বছর কত mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ?
A.১৯৫
B. ২১৫
C. ২৩০
D. ২৫০
Ans- B. ২১৫
25. যে কোম্পানির সাথে ইউরেনিয়াম আহরণের জন্য ভারতীয় ইউরেনিয়াম কোর্পারশন সঙ্গে চুক্তি হয়েছে
A. ও এন জি সি
B.গেইল (GAIL)
C.রিলায়েন্স
D. এসার অয়েল
Ans-B.গেইল
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।