Daily Current Affairs – 22 May 2019

1. আজ ২২ শে মে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity/World Biodiversity Day)।  এবছর অর্থাৎ ২০১৯ সালে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের থিম হল — “Our Biodiversity, Our Food, Our Health”।

2. আজ সকাল 5 টার সময় ভারতীয় কৃত্রিম উপগ্রহ ‘ PSLV-P46/RISAT-2B’ পাঠালো মহাকাশে । এটি ভূপৃষ্ঠের 3D ছবি তুলতে সক্ষম।

3. পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোটগণনার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় ৫৮টি গণনাকেন্দ্রে ভোট গননা হবে।

4. সম্প্রতি ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ড’ লন্ডন পুরস্কারে সম্মানিত হয়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান কপিল শর্মা।

5. ভারত ও মায়ানমারের মধ্যে অষ্টম পর্যায়ে দুই দেশের নৌ-বাহিনীর মধ্যে এক ধরণের ‘করপ্যাট’ অভিযান শুরু হয়েছে ।

6. ২৪তম বার এভারেস্ট এর শীর্ষে পা রেখে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের কামি রিটা।

7. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১-৫২ সালে। আর ওই প্রথম নির্বাচনের ‘প্রথম ভোট’ দিয়েছিলেন হিমাচল প্রদেশের বাসিন্দা শ্যাম চরণ নেগি।

8. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় র্নির্বাচিত হয়েছেন জোকো উয়িদোদো।

9. ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন Volodymyr Zelensky ।

10. ভারত ও মায়ানমারের মধ্যে অষ্টম পর্যায়ে দুই দেশের নৌ-বাহিনীর মধ্যে এক ধরণের ‘করপ্যাট’ অভিযান শুরু হয়েছে ।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে