Daily Current Affairs – 23 May 2019
1.বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় প্রতিবছর ২৩শে মে; এবারের থিম ছিল ‘Save Turtles’
2. সুইজারল্যান্ডে ফেসবুক নতুন ফাইন্যাইট ফার্ম নিবন্ধন করেছে।
3. UAE ‘গোল্ডেন কার্ড’ প্রকল্প চালু করেছে।
4. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন সাইরিল রামফাউস।
5. ভারতীয় বিমান বাহিনী সফলভাবে ফ্রন্টলাইন SU-30 MKI যোদ্ধা বিমান থেকে ব্রহ্মোস বিমানের ক্ষেপণের ক্ষেপণাস্ত্র চালু করেছে।
6. আফগানিস্তানের বিমান বাহিনীর প্রতিস্থাপন হিসাবে ভারত প্রথম Mi-24 আক্রমণাত্মক হেলিকপ্টার সরবরাহ করলো ।
6. আফগানিস্তানের বিমান বাহিনীর প্রতিস্থাপন হিসাবে ভারত প্রথম Mi-24 আক্রমণাত্মক হেলিকপ্টার সরবরাহ করলো ।
7. আলজেরিয়া এবং আর্জেন্টিনাকে ম্যালেরিয়া মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
8. চীনের Sudirman কাপে ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করবেন সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু।
9. জাপানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order of the Rising Sun’ Award পাচ্ছেন ভারতের শ্যাম সরণ।
10. নাসার নিউ হরাইজন মিশন টিমটি আল্টিমা থুলের পৃষ্ঠতলে মিথানল, জল বরফ, এবং জৈব অণুর অনন্য মিশ্রণের প্রমাণ পেয়েছেন।
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে