Daily Current Affairs – 24 May 2019

1. আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস: 24 মে।

2. আলজেরিয়া, আর্জেন্টিনাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করলো WHO

3. HDFC গ্রুপ ভারতের সবচেয়ে মূল্যবান TATA গ্রুপকে অতিক্রম করেছে।

4. আমেরিকা ছাড় শেষ হওয়ার পর ভারত থেকে ইরান থেকে তেল আমদানি বন্ধ।

5. জগন মোহন রেডদি 30 মে অন্ধ্র প্রদেশের সিএমের শপথ গ্রহণ করবেন।

6. এডিবি রেলওয়ে ট্র্যাক বিদ্যুতায়ন প্রকল্পের জন্য ভারতকে 750 মিলিয়ন ঋণ প্রদান করা হবে।

7. 5 টি স্মার্ট সিটিজ ভারত 2019 এক্সপোনের উদ্বোধন।

8. প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসাবে Combat Missions-এর জন্য যোগ্যতা অর্জন করলেন Bhawana Kanth

9. ৮৫ তম জন্মবার্ষিকীতে  ‘Round the Mountain’ শিরোনামে বই প্রকাশ করলেন প্রখ্যাত লেখক Ruskin Bond

10. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং ঐতিহাসিক Vijaya Mulay মারা গেলেন ৯৮ বছর বয়সে।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now