Daily Current Affairs – 25 May 2019

1. আফ্রিকা দিবস: ২৫ মে।

2. ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা পদত্যাগ ঘোষণা করলেন।

3. সাহারা – বীর মেয়েদের জন্য একটি হোস্টেল করলেন।

4. বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রীয় সরকার গঠন করবে।

5. পাকবাহিনী সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন -২ পরীক্ষা করলেন।
6. মালেশিয়ার প্রাক্তন ফুটবল কিং সুলতান আহম্মেদ শাহ মারা গেলেন ৮৮ বছর বয়সে।

7. চাইনিজ টেক কোম্পানি গুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর অনলাইনে Huawei laptops বিক্রি বন্ধ করলো Microsoft

8. ‘German Chemistry Prize’ পেলেন পুনের বিজ্ঞানী Dr. Ankur Patwardhan

9. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন Jagan Mohan Reddy

10. OECD Report অনুযায়ী ২০২০ সালে ভারতের অর্থনীতি ৭.৫% বৃদ্ধি পাবে।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে