Daily GK – General knowledge in Bengali

উত্তর আমেরিকা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর



1. প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ?
২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. ।

2. প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৪.৮% ।

3. প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
পশ্চিম গোলার্ধে ।

4. প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. )

5. প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
যুক্তরাষ্ট্র ।

6. প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
বারমুডা; (৫২ কি.মি.)।

7. প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
গ্রানাডা ।

8. প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ?
ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস ।

9. প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ?
১৪৯২ ।

10. প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ?
ইউরোপিয়দের ।

11. প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ?
তুন্দ্রা অঞ্চলে ।

12. প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ?
সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) ।

13. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)।

14. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) ।

15. প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ?
রেড ইন্ডিয়ান ও এস্কিমো ।

16. প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) ।

17. প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) ।

18. প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) ।

19. প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ?
পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) ।

20. প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ?
গ্রেটলেকস ।

21. প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ?
পৃথিবীর রুটির ঝুড়ি ।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে.




       আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ.


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now