Daily GK – General knowledge

ব্রিটিশ ভারতের বিভিন্ন লর্ড ও তাদের কার্য


✪ লর্ড ওয়ারেন হেস্টিংস
➣ভারতের প্রথম গভর্নর জেনারেল।
➣উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন।
➣পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
➣দ্বৈত শ্বাসন ব্যবস্থা রহিত করেন।
➣রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।

✪ লর্ড কর্নওয়ালিস
➣চিরস্থায়ী বন্দোবস্ত করেন। 1793
➣ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।
➣দশসালা বন্দোবস্ত চালু করেন।
➣সূর্যাস্ত আইন পাস/প্রণয়ন করেন।

✪ লর্ড ওয়েলেসলি
➣অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।

✪ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
➣সতিদাহ প্রথা রহিত করেন। 1829
➣ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন।

✪ লর্ড ডালহৌসী
➣বিধবা বিবাহ আইন পাস করেন।
➣সত্ত্ব বিলোপ নীতী প্রয়োগ করেন।
➣উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন।
➣পোস্ট এবং টেলিগ্রাফ।

✪ লর্ড ক্যানিং
➣উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।
➣পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।

✪ লর্ড মেয়োর
➣ভারতবর্ষে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি চালু করেন।

✪ লর্ড লিটন
➣অস্ত্র আইন পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। 1778
➣সংবাদপত্র আইন পাস করেন। 1778

✪ লর্ড রিপন
➣সংবাদপত্র আইন রহিত করেন।
➣হান্টার কমিশন গঠন করেন।
➣ইলবার্ট বিল প্রণয়ন করেন।
➣বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।
➣ফ্যাক্টরী আইন পাস করেন। 1881

✪ লর্ড কার্জন
➣বঙ্গভঙ্গ করেন। 1905
➣কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার, ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।

✪ লর্ড মিন্টো
➣মর্লি-মিন্টো আইন প্রবর্তন করেন।

✪ লর্ড হার্ডিঞ্জ
➣বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। 1911
➣ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। 1911

✪ লর্ড চেমসফোর্ড
➣মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন।
➣রওলাট আইন। 1914

✪ লর্ড মাউন্টব্যাটেন
➣ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now