Daily GK – General knowledge
ইতিহাসের বিভিন্ন সন্ধি ও চুক্তি
1. তাসখন্দ চুক্তি – ১০ জানুয়ারী, ১৯৬৬ – ভারত ও পাকিস্তান
2. সিমলা চুক্তি – ০৩ জুলাই, ১৯৭২- ভারত ও পাকিস্তান
3. প্যারিস শান্তি চুক্তি – ১৯৭৩ – যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
4. জেনেভা চুক্তি – ২০ জুলাই, ১৯৫৪ – ভিয়েতনাম ও ফ্রান্স
5. প্যারিস চুক্তি – ১৮১৪- ফ্রান্স ও ব্রিটেন
6. নাফটা চুক্তি – ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ -যুক্তরাষ্ট্র ও কানাডা
7. নানকিং চুক্তি – ১৮৪২ – ব্রিটেন ও চীন
8. প্রথম ভার্সাই সন্ধি – ১৭৮০- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
9. দ্বিতীয় ভার্সাই সন্ধি – ১৯১৯- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী
10. আটলান্টিক সন্ধি – ১৯৪১ – যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
11. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি – ১৭৯২-ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
12. সগৌলির সন্ধি – ১৮১৬ – সালে, নেপাল ও ইংরেজ
13. ইয়ান্দাবুরের সন্ধি – ১৮২৬ – ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে
14. বেসিনের চুক্তি – ১৮০২ – পেশােয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে
15. পুরন্দরের সন্ধি – ১৬৬৫ – শিবাজী ও মুঘলদের মধ্যে
16. আলিনগরের সন্ধি – ১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌল্লার মধ্যে
17. সুরাটের সন্ধি- ১৭৭৫-ইংরেজ ও মারাঠা পেশােয়া রঘুনাথ রাও এর মধ্যে।
18. সলবাই চুক্তি – ১৭৮২-ইংরেজ ও মারাঠাদের মধ্যে
19. ম্যাঙ্গালােরের সন্ধি – ১৭৮৪ – ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
20. গন্ডােমার্কের সন্ধি ১৮৭৯ – আফগান ও ইংরেজ
21. রাউয়ালপিন্ডির সন্ধি – ১৯১৯ – আফগান ও ইংরেজ
22. গান্ধী ও আরউইন চুক্তি- ১৯৩১ – গান্ধী ও আরউইন
23. পুনা সন্ধি – ১৯৩২ – বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে
24. ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল- ১৭৮৭ – মারাঠা, নিজাম ও ইংরেজদের মধ্যে।
25. লাহাের চুক্তি – ১৮৪৬ – ইংরেজ ও শিখ
26. গন্ডমার্কের সন্ধি – ১৮৭৯ – লর্ড লিটন ও ইয়াকুব খাঁ এর মধ্যে
27. লক্ষৌ সন্ধি – ১৯১৬ – কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে