Daily GK – General knowledge
১. প্রশ্ন: পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মোসলে
২. প্রশ্ন: ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৩. প্রশ্ন: ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৪. প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম
৫. প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা
৬. প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
৭. প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৮. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯. প্রশ্ন: কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১০. প্রশ্ন: জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩
১১. প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন
১২. প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
১৩. প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
১৪. প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
১৫. প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
১৬. প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
১৭. প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
১৮. প্রশ্ন: বায়ু একটি—
উত্তর: মিশ্র পদার্থ
১৯. প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
২০. প্রশ্ন: সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
উত্তর: বিজ্ঞানী মোসলে
২. প্রশ্ন: ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৩. প্রশ্ন: ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৪. প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম
৫. প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা
৬. প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
৭. প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৮. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯. প্রশ্ন: কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১০. প্রশ্ন: জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩
১১. প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন
১২. প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
১৩. প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
১৪. প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
১৫. প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
১৬. প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
১৭. প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
১৮. প্রশ্ন: বায়ু একটি—
উত্তর: মিশ্র পদার্থ
১৯. প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
২০. প্রশ্ন: সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে