Daily GK – General knowledge

 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. ‘ বাংলার ঘরে যত ভাই- বোন এক হউক , হে ভগবান ‘ কে বলেছিলেন ?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
2. ” The Argumentive Indian ” বইটি কে লেখেন ?
উঃ- অমর্ত্য সেন
3. ” In the line of fire ”  বইটি কে লিখেছেন ?
উঃ- পারভেজ মুশারেফ
4. ” আকবরনামা ” কে লিখেছেন ?
উঃ- আবুল ফজল
5. ” মহাযাত্রা ” কে রচনা করেছিলেন ?
উঃ- রাধনাথ রায়
6. ” New lamps for old ” প্রবন্ধটি কে লিখেছেন ?
উঃ- শ্রী অরবিন্দ ঘোষ
7. ‘ We shall make the settled fact unsettled ‘  কথাটি কে বলেছিলেন ?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
8. ” We have nothing to fear , but fear itself ”  উক্তিটি কে করেছিলেন ?
উঃ- জহরলাল নেহেরু
9. ” কিতাব উর রাহেলাব ” বইটি কে লিখেছিলেন ?
উঃ- ইবন বতুতা
10. ‘ শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় ‘ উক্তিটি কার ?
উঃ- বল গঙ্গাধর তিলোকের
11. ‘ আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় ,তবে আমি অপরাধী ‘ কথাটি কে বলেছিলেন ?
উঃ- শ্রী আরবিন্দ
12. ” ফো- কিও- কিং ” কে রচনা করেছেন ?
উঃ- ফা – হিয়েন
13. ” Geography of purana ”  বইটির রচয়িতা কে ?
উঃ- স্বামী বিবেকানন্দ
14. ” The songs of India ”   কে লিখেছেন ?
উঃ- সরোজিনী নাইডু
15. ” ভারত – আত্মা ” বইটির লেখক কে ?
উঃ- বিপিনচন্দ্র পাল
16. ‘ What India needs today is bomb ‘ উক্তিটি কার ?
উঃ- নেতাজি সুভাসচন্দ্র বসু
17. ” Shadow of the world ” আত্মজীবনীমূলক বইটি কার ?
উঃ- অমৃতা প্রীতম এর
18. ” Cricket in our blood ” আত্মজীবনীমূলক বইটি কার ?
উঃ- ইয়ান চ্যাপেল এর
19. ” Now or never ”  পুস্তকটি কে রচনা করেন ?
উঃ- চৌধুরী রহমত আলি
20. ” সির্ধান্ত শিরোমনি ” গ্রন্থটির লেখক কে ?
উঃ- দ্বিতীয় ভাস্কর

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে