Madhyamik Mathematics Suggestion

মাধ্যমিক অঙ্ক/গণিত প্রশ্নোত্তর সাজেশন – রাশিবিজ্ঞান

Madhyamik Mathematics Suggestion - রাশিবিজ্ঞান | মাধ্যমিক অঙ্ক গণিত সাজেশন
  পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক/গণিত পরীক্ষার সাজেশন (প্রশ্ন ও উত্তর) দেওয়া হল নিচে। এই সাজেশন (প্রশ্ন ও উত্তর) গুলি আগামী সালের মাধ্যমিক অঙ্ক/গণিত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

রাশিবিজ্ঞান

 

1। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

 

(ক) একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হল –

 

(a) পরিসংখ্যা রেখা (b) পরিসংখ্যা বহুভুজ (c) আয়তলেখ (d) ওজাইড

 

উত্তরঃ (d) ওজাইড

 

(খ) 50 এবং 100 আয়তনের দুটি নমুনার যৌগিক গড় যথাক্রমে 54 এবং 51। ওই নমুনা দুটির সংযুক্ত যৌগিক গড় হবে –

 

(a) 52 (b) 51 (c) 50 (d) 49

 

উত্তরঃ (a) 52

 

(গ) 30,34,35,36,37,38,39,40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় –

 

(a) 2 (b) 1.5 (c) 1 (d) 0.5

 

উত্তরঃ (d) 0.5

 

(ঘ) প্রথম 10 টি স্বাভাবীক সংখ্যার বর্গের গড় হল –

 

(a) 26.5 (b) 35.5 (c) 34.5 (d) 38.5

 

উত্তরঃ (d) 38.5

 

(ঙ) 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যৌগিক গড় –

 

(a) 4 (b) 8.5 (c) 4.25 (d) 6

 

উত্তরঃ (c) 4.25

 

2। শূন্যস্থান পূরণ করঃ

 

(ক) দুই ধরনের ওজাইড এর ছেদবিন্দুকে ___________ বলে।

 

উত্তরঃ মধ্যমা

 

(খ) রাশিতথ্যের সর্বাধিক পরিসংখ্যাযুক্ত পদটির মান হল ________ ।

 

উত্তরঃ সংখ্যাগুরু মান

 

(গ) প্রথম n সংখ্যক স্বাভাবিক যুগ্ম সংখ্যার গড় ___________।

 

উত্তরঃ n+1

 

3। সত্য বা মিথ্যা লেখোঃ

 

(ক) 5.7,6.6,7.2,9.3 ও 6.2 এর গড় 7।

 

উত্তরঃ সত্য

 

(খ) x-3,x-1,7,x,2x-1 ও 3x-5 রাশিগুলির যৌগিক গড় 3.5 হলে, ওই রাশিগুলির মধ্যমা হবে 3।

 

উত্তরঃ সত্য

 

(গ) পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণির শ্রেনিদৈর্ঘ্য সমান নাও হতে পারে।

 

উত্তরঃ সত্য

 

4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(ক) তিনটি সংখ্যা 12,15,20 এর পরিসংখ্যা যথাক্রমে (x+2),x,(x-1)। যদি বিভাজনটির যৌগিক গড় 14.5 হয়, তবে x এর মান নির্ণয় করো।

 

উত্তরঃ নিজে করো।

 

(খ) 25 সংখ্যার মধ্যে প্রথম 13 টি সংখ্যার গড় 12.5 এবং শেষ 12 টি সংখ্যার গড় 13 হলে, 25 টি সংখ্যার গড় কত?

 

উত্তরঃ নিজে করো।

 

(গ) 7,(x-3),10,(x+3) এবং (x-5) এর যৌগিক গড় 15 হলে, ওই সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো।

 

উত্তরঃ নিজে করো।

 

15। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাওঃ

 

(ক) 30 জন ছাত্রের কোনো একটি বিষয়ে প্রাপ্ত নম্বরের বিভাজনের নীচে দেখানো হয়েছে। এর থেকে গড় নির্ণয় করোঃ

 

নম্বর   0-10 10-20  20-30 30-40 40-50ছাত্রসংখ্যা    2    9    10    5  4 

 

উত্তরঃ নিজে করো।

 

(খ) নিম্নলিখিত পিরসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় যদি 54 হয়, তবে P এর মান নির্ণয় করোঃ

 

শ্রেণিসীমা    0-20   20-40 40-60   60-80 80-100পরিসংখ্যা     7     11          9     13 

 

উত্তরঃ নিজে করো।

 

(গ) নীচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মোট পরিসংখ্যা 100 এবং যৌগিক গড় 55.7 হলে, m ও n এর মান নির্ণয় করোঃ

 

নম্বর20-3030-4040-5050-6060-7070-8080-90ছাত্রসংখ্যা   5 10 m 30 n 13 2 

 

উত্তরঃ নিজে করো।

 

(ঘ) প্রত্যক্ষ পদ্ধতিতে  নীচের তথ্যের গড় মান নির্ণয় করোঃ

 

বয়স(বছর)30-3435-3940-4445-4950-5455-59পরিসংখ্যা  10 12 15 6 4 3 

 

উত্তরঃ নিজে করো।

 

(ঙ) নীচের পরিসংখ্যা বিভাজন থেকে মধ্যমা নির্ণয় করোঃ

 

ওজন(কিলো)   50 55 60   65 70 75পরিসংখ্যা   15 20 25 30 10   

 

উত্তরঃ নিজে করো।

 

(চ) নিম্নে প্রদত্ত তথ্য থেকে মধ্যমা নির্ণয় করোঃ

 

উচ্চতা(সেমি)135-140140-145145-150150-155155-160160-165165-170ছাত্রদের সংখ্যা610192220167 

 

উত্তরঃ নিজে করো।

 

(ছ) নীচের ছক থেকে উচ্চতার মাধ্যম নির্ণয় করোঃ

 

উচ্চতা(সেমি)158-161162-165166-169170-173174-177178-181লোকসংখ্যা    11    23    31    18    12   

 

উত্তরঃ নিজে করো।

 

(জ) তোমাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য দেওয়া হল। সেখান থেকে ক্ষুদ্রতর সূচক ওজাইইড অঙ্কন করে মধ্যমা নির্ণয় করোঃ

 

ওজন(কিগ্রা) 38 এর কম40 এর কম42 এর কম44 এর কম46 এর কম48 এর কম50 এর কম52 এর কমশিক্ষার্থী046912283235 

 

উত্তরঃ নিজে করো।

 

(ঝ) নীচের তথ্য থেকে প্রাপ্ত সংখ্যাগুরু মান 24 হলে, x এর মান নির্ণয় করোঃ

 

শ্রেনি সীমা    0-10   10-20 20-30   30-40 40-50পরিসংখ্যা                     

 

উত্তরঃ নিজে করো।

 

(ঞ) নীচের পরিসংখ্যা বিভাজন থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করোঃ

 

দৈনিক খরচ85-8889-9293-9697-100101-104105-108109-112শ্রেনি সখ্যা1291312721 

 

উত্তরঃ নিজে করো।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

West Bengal Madhyamik Mathematics Suggestion | WBBSE Madhyamik Mathematics Qustion and Answer

মাধ্যমিক অঙ্ক/গণিত রাশিবিজ্ঞান সাজেশন (দশম শ্রেণীর অঙ্ক/গণিত রাশিবিজ্ঞান থেকে প্রশ্নোত্তর)

 

Madhyamik Mathematics Suggestion – রাশিবিজ্ঞান | মাধ্যমিক অঙ্ক/গণিত প্রশ্নোত্তর সাজেশন

 

         ” মাধ্যমিক  অঙ্ক/গণিত – রাশিবিজ্ঞান “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক/গণিত পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Mathematics Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক/গণিত পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Madhyamik Mathematics Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) সফল হবে।

 

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে