Madhyamik Mathematics Suggestion - সরল সুদ | মাধ্যমিক অঙ্ক সাজেশন

Madhyamik Mathematics Suggestion – সরল সুদ | মাধ্যমিক অঙ্ক প্রশ্নোত্তর সাজেশন

  পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সাজেশন (প্রশ্ন ও উত্তর) দেওয়া হল নিচে। এই সাজেশন (প্রশ্ন ও উত্তর) গুলি আগামী সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

Madhyamik Mathematics Suggestion – সরল সুদ

 

1। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

 

(ক) বার্ষিক কত হার সরল সুদে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% হবে –

 

(a) 15% (b) 12.5% (c) 12% (d) 10.5%

 

উত্তরঃ (b) 12.5%

 

(খ) কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুন হয়। একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুন হবে-

 

(a) 30 বছরে (b) 35 বছরে (c) 40 বছরে (d) 45 বছরে

 

উত্তরঃ (c) 40 বছরে

 

(গ) বার্ষিক কত হারে সুদে X টাকা 2 বছর 6 মাসে সুদেমূলে 1.2X টাকা হবে?

 

(a) 6.5% (b) 8% (c) 10% (d) 12%

 

উত্তরঃ (b) 8%

 

(ঘ) X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে, মূলধনের পরিমান –

 

(a) X টাকা (b) 100X টাকা (c) 100/X টাকা (d) 100/X2 টাকা

 

উত্তরঃ (c) 100/X টাকা

 

(ঙ) কোনো মূলধন 10 বছরে দ্বিগুন হলে, বার্ষিক সরল সুদের হার –

 

(a) 20% (b) 15% (c) 12% (d) 10%

 

উত্তরঃ (d) 10%

 

2। শুন্যস্থান পূরন করঃ

 

(ক) বার্ষিক 5% হারে, 5 বছরে সুদ আসলের ____________ অংশ হবে।

 

উত্তরঃ 1/4

 

(খ) যে ঋন প্রদান করে, তাকে বলা হয় ___________।

 

উত্তরঃ উত্তমর্ণ

 

(গ) বার্ষিক সরল সুদের হার ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসলের সাথে সময়ের __________ সম্পর্ক।
উত্তরঃ ব্যস্ত

 

3। সত্য বা মিথ্যা লেখোঃ

 

(ক) মোট সুদ এবং আসল অপরিবর্তিত থাকলে সময়ের সাথে সুদের হারের ব্যস্তানুপাতের সম্পর্ক।

 

উত্তরঃ সত্য

 

(খ) মোট সুদ এবং সবৃদ্ধিমূল উভয়েই আসলের সমানুপাতিক।

 

উত্তরঃ সত্য

 

(গ) 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার 12%।

 

উত্তরঃ সত্য

 

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

 

(ক) বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে?

 

উত্তরঃ নিজে করো।

 

(খ) আসল : 1 বছরের সুদাসল = 20 : 21 হলে, বর্ষিক সুদের হার কত?

 

উত্তরঃ নিজে করো।

 

(গ) সরল সুদের হারে 9999 টাকা 10 বছরে সুদেমূলে আসলের দ্বিগুন হয়। তাহলে শতকরা সুদের হার কত?

 

উত্তরঃ নিজে করো।

 

(ঘ) কোনো আসল 8 বছরে সুদে আসলে দ্বিগুন হলে, বার্ষিক সুদের হার কত?

 

উত্তরঃ নিজে করো।

 

(ঙ) কোনো মূলধনের 1/20 অংশ বার্ষিক সুদ হলে, সরল সুদের শতকরা হার কত?

 

উত্তরঃ নিজে করো।

 

(চ) বার্ষিক সরল সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 1440 টাকার সুদ 250টাকা হবে?

 

উত্তরঃ নিজে করো।

 

যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

 

(ক) বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুন টাকা বার্ষিক 10% সরল সুদে    একই সময়ের জন্য ঋণ দিলেন। বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়াছিলেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(খ) এক ব্যক্তি তাঁর 12 এবং 14 বছরের দুই ছেলের জন্য 18750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদের হারে প্রত্যেকে সুদাসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন?

 

উত্তরঃ নিজে করো।

 

(গ) একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন। 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার 6/25 অংশ সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে?

 

উত্তরঃ নিজে করো।

 

(ঘ) একজন লোক বছরে 7% সরল সুদে 4000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণ নেওয়ার ঠিক এক বছর পরে বছরে 8% সরল সুদে 4000 টাকার দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে?

 

উত্তরঃ নিজে করো।

 

(ঙ) এক ব্যবসায়ী কোনো ব্যাংক থেকে বার্ষিক 12% হার সরল সুদে 50000 টাকা ঋণ গ্রহণ করল। 3 বছর পর তিনি ব্যাংককে মোট 25000 টাকা শোধ করলেন। আরও 5 বছর পর তিনি তার ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করতে ইচ্ছুক হলে তখন তাঁকে কত টাকা ব্যাংককে দিতে হবে?

 

উত্তরঃ নিজে করো।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

West Bengal Madhyamik Mathematics Suggestion | WBBSE Madhyamik Mathematics Qustion and Answer

মাধ্যমিক অঙ্ক সরল সুদ সাজেশন (দশম শ্রেণীর অঙ্ক সরল সুদ থেকে প্রশ্নোত্তর)

 

Madhyamik Mathematics Suggestion – সরল সুদ | মাধ্যমিক অঙ্ক প্রশ্নোত্তর সাজেশন

 

         ” মাধ্যমিক  অঙ্ক – সরল সুদ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Mathematics Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) অঙ্ক পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Mathematics Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Mathematics Suggestion / Madhyamik Class 10th Mathematics Suggestion / Class X Mathematics Suggestion / Madhyamik Pariksha Mathematics Suggestion / Madhyamik Mathematics Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik Mathematics Suggestion FREE PDF Download) সফল হবে।

 

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now