মাধ্যমিক ভূগোল সাজেশন – Madhyamik Geography Suggestion
মাধ্যমিক ভূগোল সাজেশন (Madhyamik Geography Suggestion) – নদী – এক কথায় প্রশ্নউত্তর দেওয়া হল নিচে। এই মাধ্যমিক ভূগোল সাজেশন – নদী – এক কথায় প্রশ্নউত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-২ নদী – এক কথায় প্রশ্নউত্তর
নদী – এক কথায় প্রশ্নউত্তর
1. নদী কাকে বলে ?
উত্তর: যে – নদীতে সারাবছর জল প্রবাহিত হয় ।
2. ভারতের একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও ।
উত্তর: গঙ্গানদী ।
3. নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে ?
উত্তর: অবঘর্ষ , ঘর্ষণ , জলপ্রবাহ ক্ষয় , বুদবুদ ক্ষয় , দ্রবণ প্রক্রিয়ায় ।
4. নদী কী কী প্রক্রিয়ায় বহনকার্য করে ?
উত্তর: লম্ফদান , ভাসমান , দ্রবণ ও আকর্ষণ প্রক্রিয়ায় ।
5. নদী দ্বারা প্রবাহিত পদার্থকে কী বলে ?
উত্তর: নদীর ভার বা বােঝা ।
6. চওড়া নদীর মােহানা কী নামে পরিচিত ?
উত্তর: খাঁড়ি ।
7. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নদীগুলিতে জলের প্রধান উৎস কোনটি ?
উত্তর: বৃষ্টির জল ।
8. ভূপৃষ্ঠে প্রবহমান জলরাশির পরিমাণ কত শতাংশ ? উত্তর: পৃথিবীতে পৃষ্ঠজলের শতকরা পরিমাণ মিষ্টি জলের মাত্র ১ . ৩ % ।
9. নদীতে জলের বহমানতা বজায় থাকে কীভাবে ? উত্তর: জলচক্রের মাধ্যমে ।
10. নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায় ?
উত্তর: উচ্চগতিতে ।
11. জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে ?
উত্তর: প্লাঞ্জপুল বা প্রপাতকুপ ।
12. নদীবাহিত প্রস্তরখণ্ড নদীতে আঘাত করে যে – ক্ষয় করে সেই ক্ষয়পদ্ধতির নাম কী ?
উত্তর: অবঘর্ষ ক্ষয় ।
13. নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে ? উত্তর: কিউসেক ও কিউমেক ।
14. ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করাে ।
উত্তর: নিউমূর বা দক্ষিণ তালপট্টি ।
15. নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ঘনফুট জলকে কী বলে ?
উত্তর: কিউসেক ।
16. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তর: সুন্দরবন ।
17. গঙ্গা কেন আদর্শ নদী ?
উত্তর: গঙ্গানদীতে উচ্চ বা পার্বত্য , মধ্য বা সমভূমি , নিম্ন বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্ট , তাই একে আদর্শ নদী বলে ।
18. সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম লেখাে যেগুলি ক্রমশ নিমজ্জিত হচ্ছে ।
উত্তর: ঘােড়ামারা , লােহাচড়া ও নিউমুর ।
19. নিউমূর দ্বীপ বাংলাদেশে কী নামে পরিচিত ?
উত্তর: দক্ষিণ তালপট্টি ।
20. নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ?
উত্তর: J W Powell .
21. নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় , তাকে কী বলে ?
উত্তর: নদীর জলক্ষরণ ।
22. নদীর ষষ্ঠঘাত সূত্র ’ – এর প্রবর্তক কে ?
উত্তর: W . Hopkins .
23. শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কী বলা হয় ?
উত্তর: ক্যানিয়ন ।
24. অসংখ্য পটহােল একসঙ্গে গড়ে উঠলে তাকে কী বলে ?
উত্তর: পটহােল কলােনি ।
25. ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশের নদীগুলিতে গিরিখাত দেখা যায় ?
উত্তর: হিমালয় ।
26. কোন গতিতে নদী তার সৃষ্ট পদার্থের সবটাই বহন করে ?
উত্তর: উচ্চগতিতে ।
27. অসংখ্য ছােটো ছােটো রাপিডস পাশাপাশি অবস্থান করলে তা কী নামে পরিচিত ?
উত্তর: ক্যাসকেড ।
28. পর্বতের পাদদেশে নদীসঞ্চয়কার্যে সৃষ্ট হাতপাখার মতাে ভূমিরূপটির নাম কী ?
উত্তর: পলল ব্যজনী বা পলল পাখা ।
29. পশ্চিমবশের কোন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায় ? উত্তর: সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ ।
30. পৃথিবীর বৃহত্তম কোন্ নদীটির মােহানায় বদ্বীপ গড়ে ওঠেনি ?
উত্তর: আমাজন ।
31. নদী ক্ষয়কার্যের কোন্ প্রক্রিয়ায় মন্থকুপ গড়ে ওঠে ? উত্তর: অবঘর্ষ ।
32. নদী অববাহিকার পার্বত্য অংশ কী নামে পরিচিত ? উত্তর: ধারণ অববাহিকা ।
33. কোন্ গতিতে নদী সর্বাধিক সঞ্চয় করে ?
উত্তর: নিম্নগতিতে ।
34. ভারতে প্রবাহিত দুটি পূর্ববর্তী নদীর উদাহরণ দাও । উত্তর: গঙ্গা ও সিন্ধু ।
35. বৃহদায়তন রাপিডসকে কী বলা হয় ?
উত্তর: জলপ্রপাত ।
36.ক্যাটারাক্ট কী ?
উত্তর: জলপ্রপাতে প্রবল জলরাশি প্রবাহিত হলে তা ক্যাটারাক্ট ।
37. বিন্দুবার কী ?
উত্তর: নদীবাঁকের মৃদুঢ়ালু উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলে ।
38. কোন্ নদীর নাম অনুসারে মিয়েন্ডার ভূমিরূপের নামকরণ হয়েছে ?
উত্তর: তুরস্কের মিয়েন্ডারেস ।
39. গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপের আকৃতি কীরূপ ?
উত্তর: ধনুকের মতাে বা ধনুকাকৃতি ।
40. খাঁড়ি ভূমিরূপটি কোথায় গঠিত হয় ?
উত্তর: নিম্নগতিতে নদীর মােহানায় ।
41. একটি নদীর উদাহরণ দাও যেটি বৃষ্টির জলে পুষ্ট হওয়া সত্ত্বেও চিরপ্রবাহী ।
উত্তর: আফ্রিকার কঙ্গো নদী ।
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Nodi Question and Answer
West Bengal Madhyamik Geography Suggestion | WBBSE Madhyamik Geography Qustion and Answer.
মাধ্যমিক ভূগোল সাজেশন | দশম শ্রেণীর ভূগোল – নদী – এক কথায় প্রশ্নউত্তর
” মাধ্যমিক ভূগোল – নদী – এক কথায় প্রশ্নউত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Geography Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Madhyamik Geography Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি, প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে