মাধ্যমিক ভূগোল সাজেশন – Madhyamik Geography Suggestion

নদী MCQ প্রশ্নউত্তর | মাধ্যমিক ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion

 

মাধ্যমিক ভূগোল সাজেশন (Madhyamik Geography Suggestion) – নদী MCQ প্রশ্নউত্তর  দেওয়া হল নিচে। এই মাধ্যমিক  ভূগোল সাজেশন – নদী MCQ প্রশ্নউত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-২ নদী MCQ প্রশ্নউত্তর

 

নদী MCQ প্রশ্নউত্তর

 

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে । 

 

1. প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভুমিকা নেয় ?
 ক ) ১০ শতাংশ খ ) ৩০ শতাংশ । গ) ৫০ শতাংশ ঘ ) ৭০ শতাংশ

 

উত্তরঃ  ঘ ) ৭০ শতাংশ

 

2. নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে ?
 ক)  কিউসেক – এ খ ) মিলিবার – এ । গ) নট – এ ঘ) কিলােমিটার – এ

 

উত্তরঃ ক)  কিউসেক – এ

 

3. উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতাে ?
 ক ) U- এর মতাে খ) W – এর মতাে  গ ) Z – এর মতাে ঘ ) V- এর মতাে 

 

উত্তরঃ ঘ ) V- এর মতাে ।

 

4. নদী যে – খাতের মধ্য দিয়ে বয়ে চলে , তাকে বলে — 
ক ) অববাহিকা  খ) নদীখাত গ) দোয়াব   ঘ ) জলবিভাজিকা

 

উত্তরঃ খ) নদীখাত

 

5. ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর –
ক) উচ্চগতিতে   খ ) মধ্য ও নিম্নগতিতে গ) মধ্যগতিতে ঘ ) নিম্নগতিতে 

 

উত্তরঃ ক) উচ্চগতিতে

 

6. নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী ?
  ক) গঙ্গা খ ) অজয়   গ) দামােদর ঘ) তাপ্তি

 

উত্তরঃ  ক) গঙ্গা

 

7. সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন্ গতিতে ? 
ক) উচ্চ গতিতে খ ) মধ্যগতিতে গ)  নিম্নগতিতে ঘ ) মধ্য ও নিম্নগতিতে

 

উত্তরঃ  গ) নিম্নগতিতে

 

 8. দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে –
 ক)  দোয়াব খ ) ধারণ অববাহিকা  গ ) অববাহিকা ঘ ) বদ্বীপ

 

উত্তরঃ ক) দোয়াব  

 

9. যে – উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে , তাকে বলে –
 ক ) দোয়াব  খ) জলবিভাজিকা  গ ) উপত্যকা । ঘ ) বদ্বীপ 

 

উত্তরঃ খ)  জলবিভাজিকা

 

10.  নদী তার শাখা ও উপনদী – সহ যে – অঞ্চলের ওপর দিয়ে  প্রবহমান হয় , তাকে বলে নদীর 
ক )দোয়াব  খ)অববাহিকা গ) বদ্বীপ  ঘ ) নদী প্রবাহপথ 

 

উত্তরঃ খ)অববাহিকা

 

 11. মূলনদী থেকে যে – জলধারা নির্গত হয় , তাকে বলে
 ক)  উপনদী  খ) যুগ্মনদী  গ) শাখানদী ঘ) প্রধান নদী 

 

উত্তরঃ গ) শাখানদী

 

12. পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে – 
ক)  যুগ্মনদী  খ ) অন্তর্বাহিনী নদী গ) উপনদী ঘ) শাখানদী

 

উত্তরঃ গ) উপনদী

 

13.  আদর্শ নদীর কটি গতি থাকে ? 
ক) ২টি  খ) ৩টি গ)  ৪টি ঘ ) ৫টি 

 

উত্তরঃ খ) ৩টি

 

14. নিম্নলিখিত কোন নদীটি সবচেয়ে বেশি জলবহন করে? 
ক ) আমাজন  খ) নীলনদ গ)  রাইন ঘ ) কলােরাডাে 

 

উত্তরঃ খ)  নীলনদ 

 

15. ভারতে কোনটি আদর্শ নদীর উদাহরণ ?
 ক ) তাপ্তি  খ ) নর্মদা গ) গঙ্গা  ঘ) কাবেরী 

 

উত্তরঃ গ) গঙ্গা

 

16. গঙ্গানদীর উৎসভূমি হল-
 ক) সিয়াচেন হিমবাহ  খ) সিন – কা – বাব হিমবাহ  গ) গঙ্গোত্রী হিমবাহ ঘ) চেমায়ুং দুং হিমবাহ 

 

উত্তরঃ গ) গঙ্গোত্রী হিমবাহ

 

17.  কোনটি  প্রস্রবণ থেকে উৎপন্ন নদী ? 
ক)  সিন্ধু  খ) ব্ৰহ্মপুত্র  গ) বিতস্তা ঘ) দামােদর 

 

উত্তরঃ গ) বিতস্তা

 

18.এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল — 
ক) আমুদরিয়া খ) লেনা গ) সিকিয়াং  ঘ) ইরাবতী

 

উত্তরঃ ক) আমুদরিয়া  

 

19. নদীর বহনকার্যের উল্লেখযােগ্য প্রক্রিয়া কোনটি ?
 ক) অবঘর্ষ খ)  ঘর্ষণ গ) লম্ফদান   ঘ) উৎপাটন 

 

উত্তরঃ গ) লম্ফদান

 

 20. নদীর ক্ষয়কার্যের উল্লেখযােগ্য প্রক্রিয়া কোনটি ? 
ক) লম্ফদান খ) আকর্ষণ গ) উৎপাটন ,ঘ) অবঘর্ষ 

 

উত্তরঃ ঘ) অবঘর্ষ 

 

21. নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে ?
ক ) ৪ গুণ  খ) ৮ গুণ গ) ১৬ গুণ  ঘ) ৬৪ গুণ 

 

উত্তরঃ ঘ) ৬৪ গুণ

 

 22. যে – স্থানে নদী পরস্পর মিলিত হয় , তা হল-
 ক) নদীমােহানা খ)  নদীসংগম গ) নদীদোয়াব  ঘ) নদীদ্বীপ 

 

উত্তরঃ খ)  নদীসংগম

 

23. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন্ নদীতে দেখা যায় ? 
ক) নীলনদ  খ) আমাজন গ) গঙ্গা – ব্রহ্মপুত্র ঘ) মিসিসিপি – মিসৌরি

 

উত্তরঃ  গ) গঙ্গা – ব্রহ্মপুত্র

 

24. পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন্ নদীতে?
ক) সিন্ধু  খ) ইয়ারলুং সাংপাে গ) কলােরাডাে ঘ) সেন্ট লরেন্স 

 

উত্তরঃ খ) ইয়ারলুং সাংপাে

 

25. আল ক্যানন দ্যা কলকা গিরিখাতটি কোন মহাদেশে অবস্থিত ? 
ক) উত্তর আমেরিকা খ) দক্ষিণ আমেরিকা  গ) আফ্রিকা ঘ) এশিয়া

 

উত্তরঃ খ) দক্ষিণ আমেরিকা

 

 26. গেরসােপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
 ক) কৃষ্ণা খ) গােদাবরী  গ) সরাবতী ঘ) নর্মদা 

 

উত্তরঃ গ) সরাবতী 

 

27. নদী তার গতিপথে সিঁড়ির মতাে ধাপে ধাপে নীচে নেমে এলে, তাকে কি বলে-
ক) রাপিডস খ) ক্যাসকেড  গ) ক্যাটারাক্ট ঘ) খরস্রোত 

 

উত্তরঃ খ) ক্যাসকেড 

 

28.  পলল ব্যজনী গড়ে ওঠে-
 ক) পার্বত্য উচ্চভূমিতে  খ) পর্বত পাদদেশে গ) নিম্নগতিতে ঘ) বদ্বীপ অঞ্চলে

 

উত্তরঃ খ) পর্বত পাদদেশে

 

 29.  বদ্বীপ গঠিত হয় নদীর –
ক) মোহনায় খ) মধ্যগতিতে  গ) উৎসস্থলে ঘ) পার্বত্য গতিতে

 

উত্তরঃ ক) মোহনায়

 

30. জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে কী বলে ? 
ক) মনথকুপ  খ) আর্টেজীয় কুপ  গ) খরস্রোতা ঘ) প্রপাতকূপ 

 

উত্তরঃ ঘ) প্রপাতকূপ 

 

31.  মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে ? 
ক) গঙ্গানদীতে খ) গােদাবরী নদীতে গ)  মহানদী নদীতে ঘ) ব্রহ্মপুত্র নদীতে

 

উত্তরঃ  ঘ) ব্রহ্মপুত্র নদীতে

 

32.  নদীর মধ্যগতিতে প্রধান কাজ হল —
 ক) ক্ষয় খ) ক্ষয় ও বহন গ) বহন ঘ) বহন ও সঞ্চয় 

 

উত্তরঃ খ) ক্ষয় ও বহন

 

33. মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি –
ক)  O অক্ষরের মতাে খ) V  অক্ষরের মতাে গ) U অক্ষরের মতাে ঘ) W অক্ষরের মতাে

 

উত্তরঃ গ) U অক্ষরের মতাে

 

34. ডেল্টা অক্ষরটি –
ক) বাংলা বর্ণমালার খ) ইংরেজি বর্ণমালার গ)  গ্রিক বর্ণমালার ঘ) সংস্কৃত বর্ণমালার

 

উত্তরঃ  গ) গ্রিক বর্ণমালার

 

 35. প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হল –
ক) পলল ব্যজনী খ) খরস্রোত গ) স্বাভাবিক বাঁধ ঘ) জলপ্রপাত

 

উত্তরঃ গ) স্বাভাবিক বাঁধ

 

 36. পলল ব্যজনীর আকার হয় —
 ক) বৃত্তাকার খ) চৌকাকার গ) গােলাকার ঘ) ত্রিকোণাকার

 

উত্তরঃ  ঘ) ত্রিকোণাকার

 

37. পাখির পায়ের পাতার মতাে দেখতে বদ্বীপ হল —
ক) মিসিসিপি নদীর বদ্বীপ খ) নীলনদ নদীর বদ্বীপ গ) গঙ্গানদীর বদ্বীপ ঘ) রাইন নদীর বদ্বীপ 

 

উত্তরঃ ক) মিসিসিপি নদীর বদ্বীপ

 

38.  করাতের দাঁতের মতাে দেখতে বদ্বীপ হল 
ক) গঙ্গানদীর বদ্বীপ খ) মিসিসিপি নদীর বদ্বীপ গ) টাইবার নদীর বদ্বীপ ঘ) রাইন নদীর বদ্বীপ  

 

উত্তরঃ গ) টাইবার নদীর বদ্বীপ 

 

39.  বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হল —
 ক) ক্ষয়  খ) বহন গ) ক্ষয় ও বহন ঘ) সঞ্চয়

 

উত্তরঃ  ঘ) সঞ্চয়

 

40. কোনটি পার্বত্য অঞ্চলের নদীর বৈশিষ্ট্য ?
 ক) খরস্রোতা নদী খ) মন্থর গতির নদী গ) U – আকৃতির উপত্যকাবিশিষ্ট নদী  ঘ) স্রোতহীন নদী 

 

উত্তরঃ ক) খরস্রোতা নদী।

 

41. সুন্দরবন অঞ্চল বদ্বীপের কোন অংশের মধ্যে পড়ে ?
ক) মৃতপ্রায় খ) পরিণত গ) সক্রিয়  ঘ) আংশিক সক্রিয়

 

উত্তরঃ  গ) সক্রিয়

 

42.  সুন্দরবনের নিউমূর হল –
 ক) জলপ্রপাত খ) নবগঠিত দ্বীপ গ) পলল ব্যজনী  ঘ) বালিয়াড়ি

 

উত্তরঃ  খ) নবগঠিত দ্বীপ

 

43.  অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর কোন্ কার্যের ফলে ? ক) ক্ষয় খ) ক্ষয় ও বহন গ) বহন ও সঞ্চয় ঘ)ক্ষয় , বহন , সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে 

 

উত্তরঃ ঘ)ক্ষয় , বহন , সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে 

 

 44.  নদীর জলস্রোত পরিমাপক যন্ত্রের নাম — 
ক) ব্যারােমিটার খ)অ্যানিমােমিটার গ) হাইগ্রোমিটার ঘ) কারেন্টমিটার 

 

উত্তরঃ ঘ) কারেন্টমিটার 

 

45. নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে —
 ক) দ্রবণ ক্ষয় খ) বুদ্বুদ ক্ষয় গ) অবঘর্ষ ক্ষয় ঘ) জলপ্রবাহ ক্ষয়

 

উত্তরঃ  গ) অবঘর্ষ ক্ষয়

 

46. কোন ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্টি হয় ?
 ক) স্বাভাবিক বাঁধ খ) পলল ব্যজনী গ) মন্থকুপ ঘ) বদ্বীপ 

 

উত্তরঃ গ) মন্থকুপ

 

47.  লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল —
ক)  অবঘর্ষ ক্ষয় খ) ঘর্ষণ ক্ষয় গ) জলপ্রবাহ ক্ষয় ঘ) দ্রবণ ক্ষয় 

 

উত্তরঃ ঘ) দ্রবণ ক্ষয় 

 

48. কোনটি ভারতের জলবিভাজিকার উদাহরণ ?
 ক) পশ্চিমঘাট পর্বত খ)  পশ্চিম উপকূল সমভূমি গ) গঙ্গা সমভূমি  ঘ) রাজস্থান মরুভূমি

 

উত্তরঃ ক) পশ্চিমঘাট পর্বত

 

 49. কোন ভূমিরূপটি নদীর মধ্যগতিতে সৃষ্টি হয় ? 
ক) প্রপাতকূপ খ) পলল ব্যজনী  গ) বদ্বীপ ঘ) খরস্রোত

 

উত্তরঃ  খ) পলল ব্যজনী

 

50. নদীর মােহানায় ডেল্টা ভূমিরূপের নামকরণ কে করেন ?
ক) পাওয়েল খ)  থর্নবেরি গ) হেরােডােটাস ঘ) অ্যালমান 

 

উত্তরঃ গ) হেরােডােটাস

 

51. কোন ভূমিরূপটি নদী তার নিম্নগতিতে সৃষ্টি করে ?
 ক) স্বাভাবিক বাঁধ  খ) পলল ব্যজনী গ) প্রপাতকূপ ঘ) শৃঙ্খলিত শৈলশিরা

 

উত্তরঃ ক) স্বাভাবিক বাঁধ

 

 52.  বদ্বীপে কোন্ ধরনের পদার্থ নদী সঞ্চয় করে –
ক) বােল্ডার খ)  পেবেল গ) বালি ঘ) সূক্ষ্ম পলি

 

উত্তরঃ খ) পেবেল 

 

53. পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত –
ক) সাংপাে খ)  কলােরাডাে গ) মিসিসিপি ঘ)  সিন্ধু 

 

উত্তরঃ খ)  কলােরাডাে

 

54. কোনটি নদীর ক্ষয়কার্যের সঙ্গে সম্পর্কিত নয় –
 ক)  অবঘর্ষ  খ) ঘর্ষণক্ষয়  গ) অপবাহন ঘ) দ্রবণ 

 

উত্তরঃ গ) অপবাহন

 

55. কোন্ প্রবাহে নদীর জলের বেগ সর্বাধিক হয় — 
ক) উচ্চপ্রবাহ খ)  মধ্যপ্রবাহ গ) নিম্নপ্রবাহ  ঘ) বদ্বীপ প্রবাহ

 

উত্তরঃ ক) উচ্চপ্রবাহ।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Nodi Question and Answer

নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়)
1 নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Nodi Question and Answer Click Here
2 নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Nodi MCQ Click Here
3 নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Nodi Short Question and Answer Click Here
5 নদী –  ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর | মাধ্যমিক ভূগোল সাজেশন (Madhyamik Geography Suggestion) Click Here
6 নদী (সংক্ষিপ্ত প্রশ্নউত্তর) মাধ্যমিক ভূগোল সাজেশন | River (Short Question and Answer) Madhyamik Geography Suggestion Click Here
7 নদী – এক কথায় প্রশ্নউত্তর | মাধ্যমিক ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion Click Here
8 নদী MCQ প্রশ্নউত্তর | মাধ্যমিক ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion Click Here
Madhyamik Geography (মাধ্যমিক ভূগোল) Click Here

West Bengal Madhyamik Geography Suggestion | WBBSE Madhyamik Geography Qustion and Answer.

মাধ্যমিক ভূগোল সাজেশন | দশম শ্রেণীর ভূগোল – নদী MCQ প্রশ্নউত্তর

 

         ” মাধ্যমিক  ভূগোল – নদী MCQ প্রশ্নউত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Geography Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Madhyamik Geography Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) সফল হবে।

 

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে