সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali P-175 |
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 175 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 175 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
1. উসেইন বোল্ট কোন দেশের খেলোয়াড়?
উত্তর : জামাইকা
2. আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর : ১৪
3. “The Indian Struggle” – বইটির লেখক কে?
উত্তর : সুভাষচন্দ্র বোস
4. রাসবিহারী বসু কোন ছদ্মনাম ব্যবহার করতেন?
উত্তর : পি. এন. ঠাকুর
5. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর : সি. কে. নাইডু
6. হরিয়ানা রাজ্যের নামের অর্থ কি ?
উত্তর : হরির বাসস্থান ( ভগবানের বাসস্থান বা The Abode of God )
7. কলকাতা ইউনিভারসিটির প্রথম দুইজন স্নাতকের মধ্যে একজন যদুনাথ বোস | অপরজন একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
8. ইটানগর ভারতের কোন রাজ্যের রাজধানী?
উত্তর : অরুণাচল প্রদেশ
9. ভারতীয় সিনেমা জগতে কে “ট্রাজেডির রানী” নামে পরিচিত?
উত্তর : মীনাকুমারী
10. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
উত্তর : ২৬ মাইল
11. পচিমবঙ্গের কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
উত্তর : ড: বিধানচন্দ্র রায়
12. ভারতের প্রথম নিজস্ব ওয়েবসাইট কোনটি?
উত্তর : rediff.com
13. “By God’s Decree” – কোন ক্রিকেটার এর আত্মজীবনী?
উত্তর : কপিল দেব
14. কার্শিয়াং শব্দটির অর্থ কি ?
উত্তর : সাদা অর্কিডের দেশ (Land of white Orchid)
15. আকবরের বন্দুকের নাম কি ছিল?
উত্তর : সংগ্রাম
16. আধুনিক জয়পুর শহরের স্থপতি কে?
উত্তর : বিদ্যাধর ভট্টাচার্য
17. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমান সব থেকে বেশি?
উত্তর : মধ্যপ্রদেশ
18. কোচবিহার জেলার আদি নাম কি ছিল?
উত্তর : কামতাপুর
19. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি?
উত্তর : ফুন্টশেলিং
20. ৬৩ দিন অনশনের পর কোন বিপ্লবী লাহোর জেলে মারা যান?
উত্তর: যতীন্দ্রনাথ দাস
21. গুজরাটের রাজ্য ফুল কোনটি?
উত্তর : গাঁদা
22. জম্মু ও কাশ্মীরের বিখ্যাত শালিমার বাগ কোন মুঘল সম্রাট তৈরী করেন?
উত্তর : জাহাঙ্গীর
23. ফেং সুই ( Feng Shui) কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তর : বাতাস – জল
24. সবথেকে দুস্পাপ্য রক্তের গ্রুপ কোনটি?
উত্তর : AB নেগেটিভ
25. অটল বিহারি বাজপেয়ী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন?
উত্তর : ৩ বার
26. কোন শহর কে নীরব শহর বলা হয়?
উত্তর : মদিনা
27. বিখ্যাত বিগ বেন ঘড়িটি কোন শহরে অবস্থিত?
উত্তর : লন্ডন
28. কোন খেলায় একমাত্র ডান হাতের খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে?
উত্তর : পোলো
29. “A Brief History of Time” – বইটি কার লেখা?
উত্তর : স্টিফেন হকিন্স
30. টাইটানিক জাহাজটি তার যাত্রার কততম দিনে ডুবে যায়?
উত্তর : তৃতীয় দিনে ডোবা শুরু হয়, চতুর্থ দিনে সকালে ডুবে পুরোপুরি ডুবে যায়
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here
আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here
আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here
আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here
আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here
Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali / general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 175
বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 175” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে