সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ - General Knowledge in Bengali Part-172

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 172 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 172 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

১. বোম্বে শহরটির নাম পাল্টে মুম্বাই হয় কোন সালে?
উত্তর : ১৯৯৫

২. আয়তন অনুযায়ী ভারতের সব থেকে বড়ো লোকসভা কেন্দ্র কোনটি?
উত্তর : লাদাখ

৩. রাজ্যসভায় পচিমবঙ্গের সিট কটি?
উত্তর : ১৬

৪. আলেকজেন্ডার কতদিন ভারতে ছিলেন?
উত্তর : ১৯ মাস

৫. পুষ্যমিত্র শুঙ্গ কতগুলি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
উত্তর : ২ টি

৬. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৭. পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?
উত্তর : গোপাল

৮. সুদামা গুহা কে নির্মাণ করেন?
উত্তর : সম্রাট অশোক

৯. জুনা খাঁ কার প্রকৃত নাম?
উত্তর : মোহাম্মদ বিন তুঘলক

১০. ওয়াসিংটন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : পোটোম্যাক

১১. অশোকের শিলালিপির পাঠোদ্ধার প্রথম কে করেন?
উত্তর : জেমস প্রিন্সেপ

১২. কলকাতা মেডিকেল কলেজ এর জন্য কে জমি দিয়েছিলেন?
উত্তর : মতিলাল শীল

১৩. কার আদেশে বদায়ুনী, ব্যাসের মহাভারতের কিছু অংশ পারসীতে অনুবাদ করেছিলেন?
উত্তর : আকবর

১৪. মাদ্রাজ শহরটির নাম পাল্টে চেন্নাই হয় কোন সালে?
উত্তর : ১৯৯৬

১৫. চৈতন্যদেব কবে, কোথায় দেহত্যাগ করেছিলেন?
উত্তর : ১৫৩৪ খ্রিস্টাব্দে ( 1534 AD ) , পুরী ( নীলাচল )

১৬. লোকসভায় পচিমবঙ্গের সিট কটি?
উত্তর : ৪২ (42)

১৭. আলেক্সজান্ড্রিয়া বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : নীলনদ

১৮. মানবদেহের সব থেকে বড়ো লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তর : প্লীহা

১৯. “মায়ের দেওয়া মোটা কাপড়” – গানটির রচয়িতা কে ?
উত্তর : রজনীকান্ত সেন

২০. ওজন ছিদ্রের মান কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর : ডাবসন

২১. ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং

২২. Calcutta শহরটির নাম পাল্টে Kolkata হয় কোন সালে?
উত্তর : ২০০১

২৩. ভারতের প্রথম রোবট ট্রাফিক পুলিশ কোন শহরে চালু হয়?
উত্তর : ইন্দোর

২৪. রেনাল স্টোন বা কিডনি তে পাথর হয় কোন ভিটামিন এর অভাবে?
উত্তর : ভিটামিন – A

২৫. তিস্তা নদীর ওপরে নির্মিত সেবক এর কাছে ব্রিজ টির নাম কি?
উত্তর : করোনেশন ব্রিজ ( Coronation Bridge )

২৬. উত্তরাখন্ড এর জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল?
উত্তর : হেইলি ন্যাশনাল পার্ক ( ১৯৩৬ – ১৯৫৪ ) , রামগঙ্গা ন্যাশনাল পার্ক ( ১৯৫৪-১৯৫৫)

২৭. কোন বিপ্লবী বাংলার “অগ্নিকন্যা” নাম পরিচিত ছিলেন?
উত্তর : কল্পনা দত্ত

২৮. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৭

২৯. লোকসভায় নো-কোনডিফেন্স মোশন আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন হয়?
উত্তর : ৫০ জন

৩০. নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
উত্তর : সাতপুরা
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 172

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 172” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now