সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ - GK in Bengali P-174
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK in Bengali P-174

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 174 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 174 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

1. আকাশবাণীর নামকরণ কে করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

2. পৃথিবীর শেষ পুরুষ সাদা একশৃঙ্গ গন্ডারের নাম কি ছিল?
উত্তরঃ সুদান

3. কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়?
উত্তরঃ গগনেন্দ্রনাথ

4. “A Grammar of the Bengal Language” – বইটির বাংলা অক্ষরগুলির ছাঁচ কে তৈরী করেন?
উত্তরঃ চার্লস উইলকিন্স

5. লোকসভার কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ?
উত্তরঃ ২০ টি

6. দিল্লির কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত তুলে দেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক

7. লা লা ল্যান্ড একটি বিখ্যাত অস্কার জেতা চলচিত্র, আবার লা লা ল্যান্ড একটি শহরের ডাক নাম | শহরটির আসল নাম কি ?
উত্তরঃ লস এঞ্জেলেস

8. প্ল্যাটিনাম দ্বারা হাইড্রোজেনের শোষণ কে কি বলে?
উত্তরঃ অন্তর্ধিতি
9. পন্ডিচেরী ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল | পন্ডিচেরী শব্দটির অর্থ কি?
উত্তরঃ নতুন শহর ( New Town )

10. আফগানিস্তান কোন বছর SAARC এর সদস্যপদ পেয়েছিলো?
উত্তরঃ ২০

11. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ

12. আন্তর্জাতিক বিচারালয়ে (International Court of Justice ) কতগুলি বিচারক থাকেন?
উত্তরঃ ১৫

13. ভারতের সংবিধান অনুযায়ী কার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে ?
উত্তরঃ রাজ্যপাল

14. কে অরবিন্দ ঘোষকে “স্বদেশিকতার ধর্মগুরু” আখ্যা দেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

15. ভারতের কোন রাজ্যে নারকেল গাছকে স্টেট ট্রি আখ্যা দেওয়া হয়েছে?
উত্তরঃ গোয়া

16. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কাকাবোরাজি

7. “To India – My Native Land ” – এই বিখ্যাত কবিতাটির রচয়িতা কে ?
উত্তরঃ ডিরোজিও

18. “The Black Death ” কোন রোগ কে বলা হয় ?
উত্তরঃ প্লেগ

19. কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়?
উত্তরঃ নারকেল

20. হৃদপেশী ক্লান্ত হয় না কেন?
উত্তরঃ প্রচুর পরিমানে মাইট্রকনড্রিয়া থাকার জন্য

21. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল

22. কোন গাছ কে জীবন বৃক্ষ বলা হয়?
উত্তরঃ খেজুর গাছ

23. ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয়?
উত্তরঃ কেরালা

24. মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?
উত্তরঃ যকৃৎ

25. “Waiting for a Visa” একটি ২০ পাতার হাতে লেখা আত্মজীবনী যেটি এখনো কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়. এটি কার আত্মজীবনী?
উত্তরঃ বি. আর. আম্বেদকর

26. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮শে জুলাই

27. রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে?
উত্তরঃ উত্তরাখন্ড

28. পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বাঘ রয়েছে?
উত্তরঃ ভারত

29. ভারতের কোন শহরে প্রথম বেসরকারি মিসাইল বানানোর কারখানা তৈরী হয়েছে?
উত্তরঃ হায়দ্রাবাদ

30. পাকিস্তানের মাদার টেরিজা নাম কে পরিচিত?
উত্তরঃ রুথ ফাউ ( Ruth Pfau )
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 174

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 174” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now