সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali P-192
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 192 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 192 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

1. জৈব গ্যাস কোন ধরনের সম্পদ ? 
উত্তরঃ পুনর্ভব সম্পদ l  

2. দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দামোদর l 

3. জনপ্রিয় লোক নিত্য “ভাংড়া” উদ্ভব কোন রাজ্যতে হয়েছিল ? 
উত্তরঃ  পাঞ্জাবে l

4. সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে ? 
উত্তরঃ  পশ্চিম মেদিনীপুর l 

5. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত  ? 
উত্তরঃ সুবর্ণরেখা l 

6. নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত  ? 
উত্তরঃ উত্তরাখণ্ড l

7. পশ্চিমবঙ্গের কোন জেলায় ” ছৌ ” নৃত্যের উদ্ভব হয়েছিল ?
উত্তরঃ পুরুলিয়া l 

8. নাসার যে টেলিস্কোপ এর মাধ্যমে সাম্প্রতিকালে 26 টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম কি ? 
উত্তরঃ কেপলার টেলিস্কোপ l 

9. ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী ? 
উত্তরঃ  হরিয়ানা l 

10. ” কাঞ্চনজঙ্ঘা “পর্বত শৃঙ্গ টি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ পশ্চিমবঙ্গে l 

11. কোন মন্দিরকে ” ব্ল্যাক প্যাগোডা ” নাম দেওয়া  হয়েছিল ? 
উত্তরঃ সূর্য মন্দির । 

12. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কি ? 
উত্তরঃ রাজস্থান । 

13. সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা কত ডিগ্রী ? 
উত্তরঃ 180 ডিগ্রি l 

14. কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ? 
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ । 

15. মেরুপ্রভা ” Aurora Australis ” কোন অঞ্চলে দেখা যায় ? 
উত্তরঃ কুমেরু অঞ্চলে l 

16. কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ? 
উত্তরঃ  1 – 10 জুন l 

17. ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ? 
উত্তরঃ কলকাতা l 

18. কোন কাল্পনিক রেখা টি পৃথিবীর 180° দ্রাঘিমা রেখার কাজ দিয়ে গেছে ? 
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা l 

19. ” পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ” – এই সত্যটি কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ  কোপারনিকাস । 

20. একটি  অ – লৌহ ঘটিত ধাতুর নাম কি ? 
উত্তরঃ অ্যালুমিনিয়াম । 

21. কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতরকের কারণ ? 
উত্তরঃ মুল্লা পেরিয়ার বাঁধ l 

22. গঙ্গা তীরে অবস্থিত সব থেকে বড় শহরের নাম কি ? 
উত্তরঃ  কলকাতা l

23. ভারতের উচ্চতম মালভূমি নাম কি ? 
উত্তরঃ লাদাখ l 

24. ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ? 
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা l 

25. রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ? 
উত্তরঃ ব্রাহ্মণী ।
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 192

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 192” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now