ভারতীয় সংবিধান – জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

ভারতীয় সংবিধান - জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge P-193
ভারতীয় সংবিধান – জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge

 

ভারতীয় সংবিধান – জিকে প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 193 : ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 193 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

 

ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

 

1. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ? 
উত্তরঃ ভারত l 

 

2. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের নিয়োগ কর্তা কে ? 
উত্তরঃ রাষ্ট্রপতি l 

 

3. রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারেন ?
উত্তরঃ 250 জন l 

 

4. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ? 
উত্তরঃ 25 বছর l 

 

5. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? 
উত্তরঃ উপরাষ্ট্রপতি l 

 

6. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ? 
উত্তরঃ 112 নং ধারা । 

 

7. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ 356 ধারা l 

 

8. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
উত্তরঃ  প্রস্তাবনা l 

 

9. কে ভারতীয় সংবিধানকে মূলতঃ সামাজিক একটি নথী হিসেবে উল্লেখ করেছেন ? 
উত্তরঃ জী. অষ্টিন ।

 

10. 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইন টি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় ? 
উত্তরঃ  এল এস সি‌ংভী কমিটি । 

 

11. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ ? 
উত্তরঃ কেশবানন্দ ভারতী মামলা l 

 

12. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
উত্তরঃ  ভারত l 

 

13. বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করেন ? 
উত্তরঃ 2003 সালে l 

 

14. কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তরঃ  1973 খ্রিস্টাব্দে l 

 

15. কে প্রস্তাবনাকে সাংবিধানিক আত্মা বলে মনে করেন ? 
উত্তরঃ  ঠাকুরদাস ভার্গব ।

 

16. লোকসভার প্রধান অধ্যক্ষ ছিলেন ? 
উত্তরঃ গণেশ বাসুদেব মাভালঙ্কার l 

 

17. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ  1959 সালে l 

 

18. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?
উত্তরঃ 1951 সালে l 

 

19. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ? 
উত্তরঃ ডা. এস রাধাকৃষ্ণান ।

 

20. কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের ঘটাতে হয়েছিল ?
উত্তরঃ 1959 সালে । 

 

21. ভারতীয় সংবিধানের 370 ধারা প্রযোজ্য কোন রাজ্যে ? 
উত্তরঃ জম্মু ও কাশ্মীরে l 

 

22. কোন জেলার প্রধান শাসককে জেলাশাসকের পরিবর্তে উপ-কমিশনার বলে ? 
উত্তরঃ পুরুলিয়া l 

 

23. ভারতীয় বৈদেশিক কৃত্যক ( Indian Foreign Service ) কোন্ প্রকার কৃত্যক ? 
উত্তরঃ কেন্দীয় কৃত্যক । 

 

24. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? 
উত্তরঃ জেলা পরিষদ l 

 

25. রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন ? 
উত্তরঃ রাজ্যপাল l
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

 

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

 

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

 

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

 

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

 

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

 

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

 

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

 

Info :ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 193

 

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 193” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

 

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে
Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now