Madhyamik Physical Science
Madhyamik Physical Science

Madhyamik Physical Science Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Physical Science Suggestion (মাধ্যমিক  ভৌতবিজ্ঞান সাজেশন) – রাসায়নিক গণনা (অধ্যায়-৩) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Physical Science Examination  – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

রাসায়নিক গণনা (অধ্যায়-৩) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. H2SO4-এর আণবিক ভর কত ? a.102 b. 98 c. 90 d. 96

উত্তরঃ[b] 98

  1. STP-তে 11.2 L অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত a. 3.023  1023   b. 3.0111023   c. 3.011 1021   d. 3.023 102

উত্তরঃ[b] 3.0111023  

  1. CaCO3 = CaO+ CO2 এর বিক্রিয়াতে 1 মোল CaCo3 থেকে CO2 -এর ভর কত ? a.48 গ্রাম b. 42 গ্রাম c. 44 গ্রাম d. 88 গ্রাম

উত্তরঃ[c] 44 গ্রাম

  1. 1 গ্রাম-অণু অক্সিজেন গ্যাসের আয়তন a.22.4 L b. 44.8 L c. 11.2 L d. 22.7 L

উত্তরঃ[a] 22.4 L

  1. 1 মোল H2SO4 –এর পরমাণুর সংখ্য a.3 x 6.022 1023  b. 5 x 6.022 1023 c. 6 x 6.022 x 1023  d. 7 x 6.022 x 1023

উত্তরঃ[d] 7 x 6.022 x 1023

  1. STP-তে 8 গ্রাম SO2 -এর আয়তন কত ? a.2.8 b. 2.6 c. 3.2 d. 3.0

উত্তরঃ[a] 2.8

শূন্যস্থান পূরণ করো: (মান – 1) রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলিকে________ পদার্থ বলে।

উত্তরঃ[বিক্রিয়াজাত]

  1. অ্যাভোগাড্রো সংখ্যা =________ ।

উত্তরঃ[6.023 x 1023]

  1. ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র________ আবিষ্কার করেন।

উত্তরঃ[বিজ্ঞানী আইনস্টাইন]

  1. 1 টি NH3 অণুতে________ টি পরমাণু থাকে।

উত্তরঃ[4]

  1. অ্যাভোগাড্রো ধ্রুবকটি হল________ ।

উত্তরঃ[6.023 x 103 মোল -1]

  1. N2 + 3H3 = 3NH3 বিক্রিয়াটিতে বিক্রিয়ক হল________ এবং বিক্রিয়াজাত পদার্থ হল________ࡤ

উত্তরঃ[N2 + H2 এবং NH3]

  1. আইনস্টাইনের সমীকরণ, E = ________ ।

উত্তরঃ[mc2]

  1. 1 জুল =________আর্গ ।

উত্তরঃ[10]

  1. গ্যাসের আণবিক গুরুত্ব = 2 ________ ।

উত্তরঃ[বাষ্প ঘনত্ব]

  1. STP -তে 1 লিটার যে-কোনো গ্যাসের ওজন = ________ ।

উত্তরঃ[গ্যাসটির বাম্প ঘনত্ব  0.089 গ্রাম]

  1. HNO3 -এর আণবিক ভর________।

উত্তরঃ[63]

  1. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলিকে________ বলে।

উত্তরঃ[বিক্রিয়ক]

সত্য বা মিথ্যা নির্বাচন করো: (মান – 1) রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. আণবিক ভর = 2  বাষ্পীয় ঘনত্ব।                                                                               [T]
  2. পদার্থের ভর অবিনশ্বর। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে মোট ভর সমান থাকে না। [F]
  3. রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অণু ও পরমাণুর সংখ্যা জানা যায়।   [T]
  4. 4.4 গ্রাম CO2 -তে অক্সিজেন পরমাণুর সংখ্যা 12 1023 [F]
  5. যে-কোনো চাপ ও তাপমাত্রায় এক মোল কোনো গ্যালীয় পদার্থের আয়তন 22.4 লিটার। [F]
  6. 2H2O-এর আণবিক ভর 18 । [F]
  7. গ্রামে এক amu -এর ওজন 1.66  10-24g। [T]

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 1) রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. 2H2 +O2 = H2O এই বিক্রিয়াটিতে বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি?

উত্তরঃ H2O হল বিক্রিয়াজাত পদার্থ।

  1. CaCO2 = CaO + CO2 এই বিক্রিয়াটিতে 1 মোল CaCO3 থেকে উৎপন্ন CO­2 -এর ভর কত

উত্তরঃ 44 গ্রাম CO2 ।

  1. N2 + 3H2 =2NH3 বিক্রিয়াটিতে এক মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে?

উত্তরঃ 1 মোল N23 মোল H2 এর সঙ্গে বিক্রিয়া করে।

  1. C + 02 = CO2 বিক্রিয়াটিতে 12 গ্রাম কার্বন STP -তে কত আয়তনের CO2 উৎপন্ন করে।

উত্তরঃ 22.4 লিটার = CO2 উৎপন্ন করে।

  1. ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রের গাণিতিক রূপটি লেখো।

উত্তরঃ  E = mc2উত্তরঃ[E= শক্তি, (E = শক্তি, m = গ্রামে পরকাশিত।

  1. 1 মোল হাইড্রোজেনের পরমাণু বলতে কী বোঝো?

উত্তরঃ  6.022 x 1023 টি হাইড্রোজেন পরমাণু।

  1. STP  তে 32g অক্সিজেনের আয়তন কত ?

উত্তরঃ  22.4 L

  1. H2 + CI2 =2HCl এই বিক্রিয়াটিতে কত মোল HCL উৎপন্ন হয়েছে?

উত্তরঃ  2 মোট HCL উৎপন্ন হয়েছে।

  1. 28 গ্রাম নাইট্রোজেন = কত গ্রাম-পরমাণু নাইট্রোজেন?

উত্তরঃ  28 গ্রাম নাইট্রোজেন = (28+14) বা 2 গ্রাম-পরমাণু নাইট্রোজেন।

  1. 1 মিলিমোল ইলেকট্রন বলতে কী বোঝায় ?

উত্তরঃ  1 মিলিমোল = মোল বা 10-3 মোল = 6.022  1020 সংখ্যক ইলেকট্রন কণা।

দীর্ঘ প্রশ্নোত্তর : (মান – 3) রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. পারমাণবিক ভর বলতে কী বোঝায় ?

উত্তরঃ  রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল একাধিক যৌগ গঠন করলে, যৌগগুলির মধ্যে মৌলটির সর্বাপেক্ষা কম যে ভর বর্তমান থাকে তাকেই উক্ত মৌলের পারমানবিক ভর বলে।

উদাহরণ : নাইট্রোজেনের পারমাণবিক ভর = 14। অথবা, (কার্বন স্কেলে) কোনো মৌলের একটি পরমাণু C12 কার্বন পরমাণুর ভরের  অংশের তুলনায় যতগুণ  ভারী সেই সংখ্যাটিকে মৌলের পারমাণবিক ভর বলা যায়। যেমন- কার্বন স্কেল অনুযায়ী, হাইড্রোজেনের পারমাণবিক ভর = 1.00796।

  1. C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে একক দ্বারা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশিত হয় এবং যার মান 12C আইসোটোপের একটি পরমাণুর ভরের  অংশের সমান হয় তাকে পারমাণবিক ভর একক বলে। অর্থাৎ, পারমাণবিক ভর একক =   1টি 12C পরমাণুর প্রকৃত ভর।

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

Info : Madhyamik Physical Science Suggestion | West Bengal WBBSE Madhyamik Physical Science Qustion and Answer Suggestion

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান – রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর সাজেশন

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion – রাসায়নিক গণনা (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now