Madhyamik Mathematics Suggestion - বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
Madhyamik Mathematics Suggestion - বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক  অঙ্ক / গণিত সাজেশন) – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Mathematics Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক / গণিত সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর অঙ্ক / গণিত পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হইতে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর________।
  2. স্পৰ্শ বিন্দুগামী________ এবং________ স্পর্শকবিন্দুতে পরম্পর লম্ব ।
  3. বৃত্তস্থ চতুর্ভুজে________ কোণগুলি পরস্পর সম্পূরক ।
  4. বৃত্তস্থ সূষম ষড়ভুজের প্রত্যেক বাহু বৃত্তের________ সমান।
  5. একটি সরলরেখা কোনো বৃত্তকে________অধিক বিন্দুতে ছেদ করিতে পারে না।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. A এবং B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্ৰমে 10 সেমি এবং 5 সেমি হইলে তাহারা- (a) অন্তঃথভাবে, (b) বহিঃস্থভাবে স্পর্শ করিলে AB-এর মান কত ?
  2. A, B, C কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পৰ্শ করিয়াছে।যদি AB = 5 সেমি, BC = 7 সেমি এবং CA = ৪ সেমি হয় তাহা হইলে বৃত্তগুলির ব্যাসার্ধ নির্ণয় করো ।
  3. একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি এবং কেন্দ্র থেকে একটি জ্যার দূরত্ব 6 সেমি হলেই জ্যার দৈর্ঘ্য কত ?
  4. O কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি. ও ৪ সেমি. দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোটো দৈর্ঘ্যের জ্যা-টির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি ।
  5. প্রমাণ করি, কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয় ।
  6. একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত 1:2:3; দ্বিতীয় কোণে সহিত চতুর্থ কোণের অনুপাত কত?
  7. 3 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্তের কেন্দ্র হইতে 5 সেমি দূরে একটি বিন্দু আছে। ওই থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো।
  8. ABC ত্রিভুজের কোন C=90∘

; 0 যদি ত্রিভুজটির পরিকেন্দ্র হয় এবং OA =5 সেমি হলে AB = ?

  1. PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের কেন্দ্র। QR কে T পর্যন্ত বর্ধিত করা হইল যেখানে ∠QOS =120∘ এবং ∠SRT=?
  2. 5 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্তের কেন্দ্র হইতে 3 সেমি দূরবর্তী জ্যা-এর দৈর্ঘ্য কত ?
  3. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্র O । 

∠BAC = 110∘ ∠COD =60∘ হলে ∠BCD = ?

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) Madhyamik Mathematics Suggestion – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. AB = 32 cm একটি ব্যাস এবং AC = 32 cm বৃত্তের স্পর্শক BC = ?
  2. △ABC-এর O পরিকেন্দ্র। ∠BAC=50∘ হলে ∠OBC মান কত ?
  3. দুটি বৃত্ত বহিস্থথভাবে পরস্পরকে স্পর্শ করেছে। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত ?

Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click here

Info : Madhyamik Mathematics Suggestion  | West Bengal WBBSE Madhyamik Mathematics Qustion and Answer Suggestion 

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন | দশম শ্রেণীর অঙ্ক / গণিত – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর সাজেশন 

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Mathematics Suggestion – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (অধ্যায়-৩) প্রশ্ন উত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।