Madhyamik Mathematics Suggestion
মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন) – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik Mathematics Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক / গণিত সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর অঙ্ক / গণিত পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
অংশীদারি কারবার (অধ্যায়-১৪) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- কোন যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা,150 টাকা ও 250 টাকা।একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে ?
(a) 5:3:4 (b) 4:3:5 (c) 3:5:4 (d) 5:4:3
Ans. [b]
- শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, শুভেন্দুর ক্ষতি হয়
(a) 45 টাকা (b) 30 টাকা (c) 25 টাকা (d) 40 টাকা
Ans. [a]
- A, B ও C-এর মধ্যে 24900 টাকা এমনভাবে ভাগ করা হল যেন A ও B-এর টাকার অনুপাত 3 : 5 এবং B ও C-এর টাকার অনুপাত 6 : 7 হয়। B-এর টাকার পরিমাণ হয়-
(a) 5400 টাকা (b) 9000 টাকা (c) 10500 টাকা (d) কোনোটিই নয়
Ans. [b]
- সন্দীপ এবং বিশাল একটি যৌথ ব্যবসায় প্রাপ্ত লাভ 1540 টাকা নিজেদের মধ্যে এমন ভাবে ভাগ হল যে সন্দীপের লাভের 1\3 অংশ বিশালের লাভের 2\5 অংশের সমান হয়। বিশালের লাভের পরিমাণ হল-
(a) 500 টাকা (b) 700 টাকা (c) 900 টাকা (d) 1000 টাকা
Ans. [b]
- A, 9000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার 3 মাস পরে B ওই ব্যবসায় যুক্ত হয়ে 12000 টাকা লগ্নি করে। 2 বছর পরে 9620 টাকা লাভ হলে তাদের লাভের পার্থক্য হবে-
(a) 740 টাকা (b) 720 টাকা (c) 730 টাকা (d) 750 টাকা
Ans. [a]
[আরোও দেখুন:- Madhyamik Mathematics Suggestion 2025 Click here]
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
1.অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। [F]
- একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5 : 4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। [F]
- লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সরল সম্পর্ক বর্তমান। [F]
- অংশীদারী কারবারে কমপক্ষে লোকসংখ্যা হওয়া দরকার ৩। [F]
- মূলধন স্থির থাকলে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক বর্তমান। [T]
- সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। [F]
শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- অংশীদারি কারবার ধরনের________।
Ans. দুই
- অন্য কোনা শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে________অংশীদারি কারবার বলে।
Ans. সরল
- অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করলে তাকে ________ অংশীদারী কারবার বলে।
Ans. মিশ্র
- লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ________ সম্পর্ক বর্তমান।
Ans. ব্যস্তানুপাতিক
- অংশীদারী কারবার ________ ধরনের।
Ans. দুই
- সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ________ সম্পর্ক বর্তমান।
Ans. সমানুপাতিক
- যেসব ব্যক্তি ব্যবসায় তাদের শ্রম ও মূলধনের নিয়োগ করেন তাদের ________ বলে।
Ans. অংশীদার
[◆ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Madhyamik WhatsApp Groups | Click Here to Join |
আরোও দেখুন:- Madhyamik All Subjects Suggestion 2025 Click here]
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে, আফতাবের মূলধন কত ?
- জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে । বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি।
- A, B ও C-মোট মূলধনের অনুপাত 5 : 3 : 2 । যদি B ও C -এর মোট মূলধনে পরিমাণ 60000 টাকা হয়, তবে A-এর মূলধন কত ?
- বছরের শুরুতে বিনয় 40000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করেন। কিছু মাস পর মলয় 60000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করেন। বছরের শেষে উভয়েই সমান পরিমাণ লভ্যাংশ পেলে মলয় ওই ব্যবসায় কখন যোগদান করেন ?
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
- তিনবন্ধু যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা ও 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি ।
- বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন নির্ণয় করি।
- বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনাবিবি যথাক্রমে 24000 টাকা ও 30000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পাঁচ মাস পর প্রবীপবাবু আরও 8000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27716 টাকা লাভ হলে, কে, কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি ।
- এক অংশীদারী কারবারে A লাভের 2\3 অংশ পান, B ও C অবশিষ্ট লভ্যাংশ সমান ভাগে ভাগ করেন। লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি হলে A-এর আয় 8000 টাকা বৃদ্ধি পায়। C-এর মূলধন নির্ণয় করো।
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
Info : Madhyamik Mathematics Suggestion | West Bengal WBBSE Madhyamik Mathematics Qustion and Answer Suggestion
মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন | দশম শ্রেণীর অঙ্ক / গণিত – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্ন উত্তর সাজেশন
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Mathematics Suggestion – অংশীদারি কারবার (অধ্যায়-১৪) প্রশ্ন উত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।