Current Affairs in Bengali January 2021 Part-4 | কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২১
Current Affairs in Bengali January 2021 Part-4 | কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs January 2021 পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021) খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ থেকে  কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 বিষয়টি প্রকাশ করলাম।

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Current Affairs in Bengali January 2021 All Competitive exam Question and Answer in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নউত্তর (All Competitive exam Question and Answer in Bengali) :- কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

Bengali Current Affairs January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২১ 

  1. ইন্দো-ফরাসি অনুশীলন ডেজার্ট নাইট -21 নিম্নলিখিত কোনটির দ্বিপক্ষীয় অনুশীলন?

Ans. বিমান বাহিনী।

  1. নিচের কোন রাজ্যে সম্প্রতি প্রথম অনলাইন যুব রেডিও স্টেশন “রেডিও হিলস-ইয়ংস্থান কা দিল” চালু করা হয়েছে?

Ans. হিমাচল প্রদেশ।

  1. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর সংলাপ (DMD) চলাকালীন কোন দেশের সাথে ‘সাবমেরিন রেসকিউ সাপোর্ট এবং সহযোগিতা বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করেছেন?

Ans. সিঙ্গাপুর।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে টেলিযোগাযোগ পরামর্শদাতা ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) পদে নিযুক্ত হয়েছেন?

Ans. সঞ্জীব কুমার।

  1. নিম্নলিখিত কোন রাজ্যের ড্রাগন ফলের নাম ‘কমলাম’ রাখা হয়েছে?

Ans. গুজরাট।

  1. ভারতীয় রেলপথের প্রাচীনতম ট্রেনগুলির মধ্যে একটি, ______ এর নামকরণ করে ‘নেতাজি এক্সপ্রেস’ রাখা হয়েছে।

Ans. হাওড়া-কালকা মেল।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে সুন্দরাম ফিনান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন?

Ans. রাজীব লোকান।

  1. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন নদীর উপর 850 মেগাওয়াট (এমডব্লু) ‘রেটল জলবিদ্যুৎ প্রকল্প’ অনুমোদন করেছে?

Ans. চেনাব নদী।

  1. নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি 21 শে জানুয়ারী তার রাজ্য দিবস পালন করে না?

Ans. নাগাল্যান্ড।

  1. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী উপ-প্রধান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

Ans. চণ্ডী প্রসাদ মহন্তী।

  1. 23 শে জানুয়ারী, 2021  নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী পালন করা হবে _______ হিসাবে।

Ans. পরাক্রম দিবস।

  1. ভারতীয় সেনাবাহিনী আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি বিশাল আকারের যৌথ সামরিক মহড়া __________ পরিচালনা করবে।

Ans. কবচ।

  1. নিচের কোন রাজ্যে সম্প্রতি অবলোকন সফটওয়্যার চালু করা হয়েছে?

Ans. কর্ণাটক।

  1. নিচের কোন রাজ্য রাজ্যের প্রথম শিশু-বান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন করবে?

Ans. উত্তরাখণ্ড।

  1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) বিশ্বব্যাপী ঝুঁকি রিপোর্টের 2021 এর _______ সংস্করণ প্রকাশ করেছে।

Ans. 16 তম।

  1. ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) কোনটির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কোয়ান্টাম কম্পিউটিং অ্যাপ্লিকেশন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে?

Ans. অ্যামাজন ওয়েব পরিষেবাদি।

  1. DRDO  , 2021 সালের 22 জানুয়ারী সফলভাবে কোন অস্ত্রের পরীক্ষা চালায়?

Ans. SAAW

  1. জালিয়াতির প্রতিবেদন বিলম্বের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ___________ কে 2 কোটি টাকা আর্থিক জরিমানা করেছে।

Ans. Standard Chartered Bank

  1. উন্নীকৃষ্ণন নামবুথি  সম্প্রতি মারা গিয়েছেন , ওনার  পেশা কি ছিল ?

Ans. অভিনেতা।

  1. ‘মাইকেল এবং শেইল হেল্ড প্রাইজ’ 2021 জেতা ভারতীয় গণিতজ্ঞের নাম কি?

Ans. নিখিল শ্রীবাস্তব।

  1. 2021 সালে ভারত তার ______ প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে।

Ans. 72 তম।

  1. ভারত প্রতি বছর 24 শে জানুয়ারি জাতীয় বালিকা শিশু দিবস উদযাপন করে , এই দিবস প্রথমবার কবে পালিত হয়?

Ans. 2008

  1. জাতীয় বালিকা শিশু দিবসে একদিনের জন্য কে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হন?

Ans. স্মৃতি গোস্বামী।

  1. যুবকদের কর্মসংস্থান সম্পর্কিত ডেটা সরবরাহ করতে কোন রাজ্য ‘উদ্যম সারথি অ্যাপ’ চালু করেছে?

Ans. উত্তর প্রদেশ।

  1. 2021 প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বল পুরস্কার (PMRBP) কতজন ছাত্রকে ভূষিত করা হয়েছে?

Ans. 32

  1. BSF এই অঞ্চলে ঘন কুয়াশার আবরণের কারণে অনুপ্রবেশের ঘটনাগুলি তদারক করতে কোন রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে অপারেশন সার্ড হাওয়া চালু করেছে?

Ans. রাজস্থান।

  1. 2021 সালের জাতীয় ভোটার দিবসের মূল প্রতিপাদ্য কী?

Ans. আমাদের ভোটারদের ক্ষমতায়িত করা, সচেতন, নিরাপদ এবং অবহিত করা।

  1. খুরেলসুখ উখনা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?

Ans. মঙ্গোলিয়া।

  1. কোন দিনটি প্রতিবছর ভারতে জাতীয় পর্যটন দিবস হিসাবে চিহ্নিত হয়?

Ans. 25 জানুয়ারী।

  1. ধর্মীয় গানে এবং স্তোতে বিশেষীকরণ করা আইকনিক ভারতীয় ভজন গায়ক ______________ , যিনি সম্প্রতি তিনি মারা গেছেন।

Ans. নরেন্দ্র চঞ্চল।

  1. দুটি এক্সপ্রেসওয়ে আকাশপথ রয়েছে ভারতের কোন রাজ্যে–

Ans. উত্তর প্রদেশ।

  1. সুভাষ চন্দ্র বসু আপরা প্রবন্ধন  পুরস্কর 2021 জিতেছেন কে ?

Ans. রাজেন্দ্র কুমার ভান্ডারী।

  1. বালিকা ক্ষমতায়নের জন্য কোন রাজ্য ‘PANKH অভিযান’ প্রকল্প চালু করেছে?

Ans. মধ্য প্রদেশ।

  1. স্যাটেলাইট রাইডশেয়ার মিশন ট্রান্সপোর্টার -1 নামে সম্প্রতি কোন সংস্থা রেকর্ড ব্রেকিং 143 টি উপগ্রহ মহাকাশে প্রবর্তন করার জন্য চালু করেছিল?

Ans. SpaceX

  1. গ্লোবাল জলবায়ু রিস্ক সূচক 2021 সালে ভারতের র‌্যাঙ্ক কত?

Ans. 7

  1. আন্তর্জাতিক শুল্ক দিবস (ICD) কোন দিন পালন করা হয়?

Ans. 26 জানুয়ারী।

  1. ত্রি-পরিষেবা যৌথ উভচর মহড়া AMPHEX – 21 কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল?

Ans. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

  1. ডিআরডিও সম্প্রতি আকাশ-NG ক্ষেপণাস্ত্রটির প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গুলি চালিয়েছিল। আকাশ-NG  একটি নতুন প্রজন্মের ________ মিসাইল ?

Ans. সারফেস টু এয়ার।

  1. মার্সেলো রেবেলো ডি সোসা কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন?

Ans. পর্তুগাল।

  1. 2021 এর জন্য কয়টি পদ্ম পুরষ্কার ঘোষিত হয়েছে?

Ans. 119

  1. 2021 সালে প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যর ঝালর  প্রথম পুরস্কার জিতেছে?

Ans. উত্তর প্রদেশ।

  1. সংস্কার দলের নেতা এস্তোনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হবেন?

Ans. কাজা কল্লাস।

  1. কোন রাজ্য সেরা নির্বাচনী অনুশীলন 2020 এর জাতীয় পুরস্কার জিতেছে?

Ans. মেঘালয়।

  1. ব্র্যান্ড ফিনান্সের একটি প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত আইটি-জায়ান্ট বিশ্বব্যাপী সর্বাধিক মূল্যবান আইটি পরিষেবা ব্র্যান্ডের শীর্ষে রয়েছে কোনটি ?

Ans. অ্যাকসেন্টার।

  1. শিক্ষার্থীদের তিহাসিক অভিজ্ঞতা সম্পর্কে সাহায্য করার জন্য কোন রাজ্য একটি জেল পর্যটন উদ্যোগ চালু করেছিল?

Ans. মহারাষ্ট্র।

  1. প্রশান্ত ডোরা সম্প্রতি মারা গেছেন, তিনি  কোন খেলাটির সাথে জড়িত?

Ans. ফুটবল।

  1. কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ সম্প্রতি NCLAT _________ বেঞ্চ খুললেন।

Ans. চেন্নাই।

  1. ভারত আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) এর সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার সদর দফতর কোথায়?

Ans. প্যারিস।

  1. নির্বাচন কমিশন ভোটারদের ছবির পরিচয়পত্র e-EPIC এর বৈদ্যুতিন সংস্করণ তৈরি করেছে, যা মোবাইল ফোনে সংরক্ষণ করা যেতে পারে এবং ব্যক্তিগত কম্পিউটারে ডাউনলোড করা যায়। ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি ।

Ans. সুনীল অরোরা।

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প, অভিযোগ ও কর্মসূচি পর্যালোচনা করতে 35 তম PRAGATI সভায় সভাপতিত্ব করেছেন। PRAGATI  হ’ল _______।

Ans. Pro-Active Governance and Timely Implementation

FILE INFO : Download PDF of Current Affairs 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali with PDF Download Link

File Details: 

PDF Name : কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali PDF Book

Organized by : BhugolShiksha.com 

Prepared by : Experienced Teachers

No. of Pages : 04

Download Link : Click Here To Download

Current Affairs in Bengali : January 2021 | Today Current Affairs in Bengali | Bangla Current Affairs 2021 – All Competitive exams Question and Answer | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ –  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্রশ্ন ও উত্তর

         ” কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) এখান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (GK – for all Competitive exams) প্রশ্ন ও উত্তর বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : January 2021 / সাম্প্রতিক ঘটনা – January 2021 / খুব সাম্প্রতিক ঘটনা – January 2021 / সাম্প্রতিক বিষয়াবলি – January 2021 / January 2021 সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / January 2021 Top Stories in সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটনা ২০২১ ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF Download for Free / পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী January 2021 / সারা মাসের সাম্প্রতিক ঘটনা / GK Today Current Affairs January 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF January 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today January 2021 / GK and Current Affairs Questions January 2021 in Bengali / বাংলা Current Affairs Archives – বাংলা কুইজ / West Bengal Current Affairs PDF – January 2021 / Daily Current Affairs January 2021 in Bengali / Monthly Current Affairs Pdf – Download Monthly Current Affairs Pdf in Bengali January 2021 / Current Affairs January 2021 in bengali language pdf download / monthly current affairs pdf in bengali / current affairs in bengali 2021 pdf / কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, bangla কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, আজকের গুরুত্ত্বপূর্ণ খবর, সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, current অ্যাফেয়ার্স, কারেন্ট affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, current affairs 2021 bangla, bangla current affairs, current affairs in bengali, karent afairs, karent afers / current world / Current World 2021 / Current affairs World 2021 / gktoday in bengali language / current affairs 2021 in bengali pdf download / current affairs for wbcs 2021 pdf / Current affairs in bengali language pdf download) সফল হবে।

Current Affairs in Bengali : January 2021 – for all Competitive exams GK in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্ৰশ্ন ও উত্তর

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (for all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now